রাষ্ট্র বিজ্ঞান

গ্রাম সভার গঠন ও কার্যাবলী 

গ্রাম সভার গঠন ও কার্যাবলী 

১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে গ্রাম সভার কোনো উল্লেখ না থাকলেও পরবর্তী সময়ে সংশোধিত আইনে গ্রাম সভার কথা বলা হয় ।

গ্রাম সভার গঠন 

সংশোধিত আইন অনুযায়ী প্রতিটি গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি করে গ্রাম সভা থাকবে এবং এই গ্রাম সভা গঠিত হবে ওই কেন্দ্রে বসবাসকারী সেইসব ব্যক্তিদের নিয়ে যাদের বিধানসভার নির্বাচনে ভোটার তালিকায় নাম আছে । 

পঞ্চায়েত প্রধান এবং প্রধানের অনুপস্থিতিতে উপপ্রধান গ্রাম সভার বৈঠকে সভাপতিত্ব করেন । গ্রাম সভার বৈঠকে উপস্থিত সদস্যদের স্বাক্ষর এবং বৈঠকের কার্য বিবরণী নথিভুক্ত করতে হয় । গ্রাম সভার বৈঠকে গৃহীত প্রস্তাব বা সুপারিশগুলি গ্রাম পঞ্চায়েতের সভায় আলোচনা করা বাধ্যতামূলক । 

অন্যদিকে এই প্রস্তাব বা সুপারিশগুলি সম্পর্কে গ্রাম পঞ্চায়েত কী সিদ্ধান্ত নিয়েছে তা পরবর্তী বছরের গ্রাম সভার বৈঠকে রিপোর্ট আকারে পেশ করাও গ্রাম পঞ্চায়েতের পক্ষে বাধ্যতামূলক । 

গ্রাম সভার কার্যাবলী

গ্রাম পঞ্চায়েতের বাজেট , বার্ষিক পরিকল্পনা , সর্বশেষ অডিট , গ্রাম পঞ্চায়েতের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব , কাজকর্মের বিবরণ ইত্যাদি নিয়ে গ্রাম সভায় পর্যালোচনা করা হয় । এ ছাড়া গ্রাম সংসদের গৃহীত সিদ্ধান্তগুলি নিয়েও গ্রাম সভা বিচার বিবেচনা করে থাকে ।

error: Content is protected !!