ব্লকের প্রশাসনিক কাঠামো
ব্লকের প্রশাসনিক কাঠামো
জেলা প্রশাসনের আর একটি প্রশাসনিক একক হল ব্লক । এটি জেলা প্রশাসনের সর্বনিম্ন প্রশাসনিক একক হলেও এর বিশেষ গুরুত্ব রয়েছে । স্বাধীনতার পরে ১৯৫২ সালে সমষ্টি উন্নয়ন কর্মসূচি ( Community Development Programme ) রূপায়ণের জন্য প্রতিটি মহকুমাকে একাধিক উন্নয়ন ব্লকে ভাগ করা হয় ।
বস্তুত , সমষ্টি উন্নয়ন কর্মসূচির যথাযথ রূপায়ণের জন্য ব্লক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় । কয়েকটি গ্রামকে নিয়ে একটি ব্লক গঠিত হয় । প্রতিটি ব্লকে একজন ব্লক উন্নয়ন আধিকারিক ( BDO ) থাকেন । তিনি ব্লক এলাকার মুখ্য প্রশাসক । রাজ্য রাষ্ট্রকৃত্যকের সদস্যদের মধ্যে থেকে তিনি নিযুক্ত হন । তাঁকে সাবডেপুটি ম্যাজিস্ট্রেট বা সাবডেপুটি কালেক্টরও বলা হয় । গ্রামীণ স্তরের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় তিনি মুখ্য ভূমিকা পালন করেন । তাঁর অধীনে যেসব সরকারি কর্মচারী রয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্লক সম্প্রসারণ আধিকারিক , ব্লক কৃষি আধিকারিক , ব্লক সমবায় আধিকারিক প্রমুখ ।
- স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব শিক্ষাগত গুরুত্ব
- স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব
- মানসিক ক্ষমতা কাকে বলে
- আগ্রহ ও মনোযোগের সম্পর্ক
- শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব