মহকুমার প্রশাসনিক কাঠামো
মহকুমার প্রশাসনিক কাঠামো
ভারতের জেলাগুলিকে তার ভৌগোলিক অবস্থান , আয়তন ও কাঠামো অনুযায়ী কয়েকটি প্রশাসনিক এককে ভাগ করা হয়েছে । জেলা প্রশাসনের অন্তর্ভুক্ত এই এককগুলি বিভিন্ন নামে পরিচিত । পশ্চিমবঙ্গ , উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে এগুলিকে মহকুমা বলা হয় । তামিলনাড়ু ও মহারাষ্ট্রে এগুলিকে যথাক্রমে ‘ রাজস্ব বিভাগ ’ এবং ‘ প্রান্টস ’ নামে অভিহিত করা হয় । জেলার অন্তর্গত কয়েকটি ব্লক নিয়ে এই মহকুমা গঠিত হয় ।
প্রসঙ্গত , বলা যায় , ব্রিটিশ রাজত্বে প্রশাসনের সুষ্ঠু পরিচালনার জন্য জেলার ভৌগোলিক সীমানাকে এক বা একাধিক মহাকুমায় ভাগ করা হয়েছিল । জেলা প্রশাসনের এই এককের দায়িত্বে যে আধিকারিক থাকেন তিনি ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত ।
যেমন — পশ্চিমবঙ্গ , উত্তরপ্রদেশ , মধ্যপ্রদেশ , পাঞ্জাব এবং ওড়িশার মহকুমা প্রশাসনের দায়িত্বে যিনি থাকেন তাঁকে মহকুমা শাসক বা মহকুমা আধিকারিক বলা হয় । অন্যদিকে তামিলনাড়ুতে তিনি ‘ রাজস্ব বিভাগীয় আধিকারিক ‘ নামে পরিচিত । মহারাষ্ট্রে তাঁকে ‘ প্রান্টস অফিসার ’ বা ‘ ডেপুটি কালেক্টর ’ বলা হয় ।
মহকুমা শাসক হলেন জেলা প্রশাসনের পরবর্তী স্তর মহকুমার প্রশাসনের বিভাগীয় প্রধান । ভারতীয় প্রশাসনিক কৃত্যকের ( IAS ) তরুণ সদস্যদের মধ্যে থেকেই সাধারণভাবে মহকুমা শাসকদের নিয়োগ করা হয় । অনেক ক্ষেত্রে আবার রাজ্য প্রশাসন কৃত্যকের প্রবীণ সদস্যদের মধ্যে থেকেও মহকুমা শাসকদের নিয়োগ করা হয়ে থাকে ।