রাষ্ট্র বিজ্ঞান

জেলার প্রশাসনিক কাঠামো

জেলার প্রশাসনিক কাঠামো

ভারতের গণতান্ত্রিক প্রশাসনিক কাঠামোয় প্রশাসনের গুরুত্বপূর্ণ একক হল জেলা । ভারতীয় গণতন্ত্রের একটি মৌলিক বৈশিষ্ট্য হল জেলা প্রশাসন । ভারতীয় জন প্রশাসনে জেলাকে একটি মৌলিক স্থানিক একক বলে বর্ণনা করা হয়েছে । 

ড. শাস্ত্রী তাঁর Principles of District Administration in India শীর্ষক গ্রন্থে জেলাকে এক পর্যাপ্ত বিশাল এলাকা বলে চিহ্নিত করেছেন । তাঁর মতে , জেলায় সামগ্রিক ঐক্যের ভিত্তিতে একই ধরনের সামাজিক , অর্থনৈতিক ও ভৌগোলিক পরিবেশের মধ্যে দিয়ে শাসনকাজ পরিচালিত হয় । 

ভারতের অঙ্গরাজ্যগুলিতে জেলার ভৌগোলিক আয়তন সর্বত্র সমান নয় । জেলাগুলিকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায় , যেমন— 1. গ্রামীণ জেলা ; 2. নগর ভিত্তিক জেলা ; 3. শিল্পোন্নত জেলা ; 4. পাহাড়ি জেলা ; 5. অনগ্রসর জেলা । 

প্রতিটি জেলা প্রশাসনের মুখ্য দায়িত্ব রাজ্য প্রশাসনের একজন আধিকারিকের । এই আধিকারিককে জেলা শাসক বা জেলা কালেক্টর বা ডেপুটি কমিশনার বলা হয় । শুধুমাত্র প্রশাসনিক বিভাগ নয় , জেলায় আরও নানান বিভাগ রয়েছে । যেমন — কৃষি , সমবায় সমিতি , শিক্ষা , পুলিশ , স্বাস্থ্য , বিচার , বন , আয়কর ইত্যাদি । এইসব বিভাগের শীর্ষে জেলা কৃষি আধিকারিক , জেলা পুলিশ অধীক্ষক , জেলা স্বাস্থ্য আধিকারিক প্রমুখ আরও অন্যান্য আধিকারিকরা রয়েছেন । 

জেলা শাসক জেলা প্রশাসনের প্রধান স্তম্ভ । জেলার মধ্যে তিনি হলেন রাজ্য সরকারের মুখ্য প্রতিনিধি । ড. মাহেশ্বরী তাঁর Indian Administration শীর্ষক গ্রন্থে জেলা প্রশাসক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লিখেছেন , জেলা প্রশাসন একজন জেলা আধিকারিকের দায়িত্বে রয়েছে — যাকে ডেপুটি কমিশনার বা জেলা কালেক্টার বলা হয় । তিনি রাজ্য সরকারের চক্ষু , কর্ণ এবং বাহুরূপে কাজ করেন ।

সর্বভারতীয় প্রশাসনিক কৃত্যকের ( IAS ) সদস্যদের মধ্যে থেকে সাধারণত জেলা শাসকরা নিযুক্ত হন । অবশ্য অনেক সময় রাজ্য রাষ্ট্রকৃত্যকের কোনো প্রবীণ সদস্যকে পদোন্নতির মাধ্যমে এই পদে নিয়োগ করা হয় ।

error: Content is protected !!