রাষ্ট্র বিজ্ঞান

মুখ্যমন্ত্রীর পদমর্যাদা 

মুখ্যমন্ত্রীর পদমর্যাদা 

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অঙ্গরাজ্যগুলির প্রশাসনে মুখ্যমন্ত্রীর পদটির স্বতন্ত্র গুরুত্ব রয়েছে । রাজ্যের সংসদীয় শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রীকে প্রকৃত শাসক হিসেবে অভিহিত করা হয় । কারণ তাঁর নেতৃত্বেই রাজ্য প্রশাসন পরিচালিত হয় । তবে কেন্দ্রের মতো রাজ্যগুলিতে সংসদীয় শাসনব্যবস্থা থাকলেও রাজ্যের মুখমন্ত্রী কেন্দ্রের প্রধানমন্ত্রীর মতো প্রবল ক্ষমতার অধিকারী নন । 

কেন্দ্রের সংসদীয় শাসন ব্যবস্থার সঙ্গে রাজ্যের সংসদীয় কাঠামোর পার্থক্যের প্রধান কারণ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা । রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই , কিন্তু অঙ্গরাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা অনুযায়ী কাজ করার অধিকার স্বেচ্ছাধীন ক্ষমতার মধ্য দিয়ে স্বীকৃত হয়েছে । রাজ্যপালের এই ক্ষমতার প্রয়োগকে আদালতের এক্তিয়ারের বাইরে রাখা হয়েছে । 

তবে কেন্দ্রে এবং রাজ্যে একই রাজনৈতিক দল সরকারি ক্ষমতায় আসীন থাকলে রাজ্যপাল নেহাতই নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকা পালন করেন । সেক্ষেত্রে রাজ্যের সংসদীয় শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রীর প্রকৃত প্রধান হিসেবে কাজ করার পথে কোনো বাধা থাকে না । 

অন্যদিকে , কেন্দ্র ও রাজ্যে ভিন্ন দল ক্ষমতাসীন থাকলে প্রধানমন্ত্রীর সমর্থন পুষ্ট রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা মুখ্যমন্ত্রীকে প্রতিকূল অবস্থায় ফেলতে পারে । সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর নিজস্ব ব্যক্তিত্ব ও পরিশেষে বলা যায় , বিধান সভায় সংখ্যা গরিষ্ঠের দলীয় সমর্থন ও দক্ষতা , ক্যাবিনেটের সহযোগিতা প্রভৃতির ওপর মুখ্যমন্ত্রীর পদমর্যাদা নির্ভরশীল ।

error: Content is protected !!