রাজ্যপালের পদমর্যাদা
রাজ্যপালের পদমর্যাদা
রাজ্যপাল যেহেতু নিয়মতান্ত্রিক শাসক তাই তাঁর পদটিকে নেহাতই নাম সর্বস্ব পদ বলে অনেকে অভিমত প্রকাশ করেন ।
অন্যদিকে , সংবিধানের কিছু ব্যবস্থার জন্য তাঁকে পুরোপুরি নিয়মতান্ত্রিক শাসক বলা চলে না । তিনি বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে থাকেন যা তাঁকে শক্তিশালী প্রশাসকের ভূমিকায় অধিষ্ঠিত করেছে । এজন্য সংবিধান বিশেষজ্ঞরা তাঁকে প্রকৃত শাসনকর্তা বলে অভিহিত করেন ।
রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করে এটা নিঃসন্দেহে বলা যায় যে , তিনি নিছক নিয়মতান্ত্রিক শাসক নন । রাজ্যপালের একটি দ্বৈত ভূমিকা রয়েছে । একদিকে তিনি রাজ্যের নিয়মতান্ত্রিক শাসকপ্রধান । আবার অন্যদিকে তিনি কেন্দ্রের প্রতিনিধি হিসেবে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী ।
তবে বিশেষ কয়েকটি ঘটনা বাদ দিলে দেখা যায় , ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে রাজ্যপালরা সাধারণভাবে নিয়মতান্ত্রিক শাসকপ্রধানের ভূমিকাই পালন করে চলেছেন ।