রাজ্য মন্ত্রিসভার গঠন
রাজ্য মন্ত্রিসভার গঠন
ভারতীয় সংবিধান অনুযায়ী , অঙ্গরাজ্যগুলিতে শাসন কার্য পরিচালনায় রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রীসভা রয়েছে ( ১৬৩ নং ধারা ) । যেসব রাজ্যে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা আছে সেখানে মন্ত্রীদের যে কোনো একটি কক্ষের সদস্য হতে হয় ।
অন্যদিকে , যেসব রাজ্যে শুধুমাত্র রাজ্য বিধানসভা রয়েছে সেখানে মন্ত্রীদের আবশ্যিক ভাবে রাজ্য বিধানসভার সদস্য হতে হয় । রাজ্য আইন সভার সদস্য নন এমন কোনো ব্যক্তি রাজ্য মন্ত্রীসভায় নিযুক্ত হলে তাঁকে ৬ মাসের মধ্যে রাজ্য আইন সভার সদস্য হিসেবে নির্বাচিত হতে হয় । রাজ্য মন্ত্রীসভায় তিন শ্রেণির মন্ত্রী রয়েছেন— ক্যাবিনেট বা পূর্ণমন্ত্রী , ও রাষ্ট্রমন্ত্রী এবং উপমন্ত্রী ।
মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ দপ্তরগুলির স্বাধীন দায়িত্বে থাকেন ক্যাবিনেট বা পূর্ণমন্ত্রীরা । রাষ্ট্রমন্ত্রীরা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তরের ভার পান । আমন্ত্রিত না হলে তাঁরা রাজ্য ক্যাবিনেটের বৈঠকে যোগ দিতে পারেন না ।
অন্যদিকে উপমন্ত্রীরা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সহকারী হিসেবে কাজ করেন । সমগ্র মন্ত্রীসভার নেতৃত্বে থাকেন মুখ্যমন্ত্রী । তিনি মন্ত্রীসভা পরিচালনা করেন । কোনো কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীর পরবর্তী পর্যায়ে একজন উপমুখ্যমন্ত্রীও রয়েছেন ।