রাষ্ট্র বিজ্ঞান

বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে 

বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে 

ভারতের সাম্প্রতিককালের সাংবিধানিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে , সুপ্রিমকোর্ট বিভিন্ন ক্ষেত্রে নির্ভীক ও নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করে চলেছে । সাম্প্রতিককালে সুপ্রিমকোর্ট প্রচলিত এক্তিয়ারের বাইরে জনস্বার্থের সঙ্গে জড়িত যাবতীয় বিষয়ে ( বিচারপতিদের বদলি , নির্বাচন কমিশনারের ভূমিকা , ধর্মীয় অনুষ্ঠান , পরিবেশ সংরক্ষণ , রাজনৈতিক দুর্নীতি প্রভৃতি ) ঐতিহাসিক রায়দানের পরিপ্রেক্ষিতে তার ভূমিকাকে আরও সম্প্রসারিত করেছে । অনেকে একে বিচার বিভাগীয় সক্রিয়তা বা Judicial Activism বলে অভিহিত করেছেন । 

সাধারণভাবে বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে বিচার বিভাগের সক্রিয় পদক্ষেপ গ্রহণ করাকে বোঝায় । বিশেষজ্ঞদের মতে , বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে সেই কাজকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্যকে সূচিত করে । 

মূল্যায়ন 

বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণা অনুযায়ী সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিমকোর্টের প্রধান দায়িত্ব হল দেশের মৌলিক আইনকে সংরক্ষণ করা । অধ্যাপক জোহারির মতে , ১৯৮০ সালের পর থেকে ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তার উদ্ভব ঘটে । সুপ্রিম কোর্ট জনস্বার্থে গৃহীত বিভিন্ন মামলার রায়দানের সময় আরও সক্রিয় এবং ইতিবাচক ভূমিকা গ্রহণ ক’রে সংবিধানের তৃতীয় অধ্যায়ে উল্লিখিত জীবনের অধিকার , স্বাধীনতার অধিকার ও সমতার অধিকারের পরিধিকে প্রসারিত করে । 

এর ফলে সরকারি আবাসন বণ্টনে দুর্নীতি , পেট্রল পাম্প ও গ্যাসের ডিলারশিপের বণ্টনে বৈষম্য , নদীবাঁধের ঊর্ধ্বসীমা নির্ধারণ , শিশুশ্রম ও বেগার শ্রমের ক্ষেত্রে ক্ষতিপূরণ দান , পরিবেশ দূষণ জনিত কারণে কারখানা বন্ধের নির্দেশ প্রভৃতি সুপ্রিমকোর্টের বিচার বিভাগীয় সক্রিয়তার বিষয় হয়ে দাঁড়ায় । গণতন্ত্রের অতন্দ্র প্রহরীরূপে সুপ্রিমকোর্ট জনকল্যাণ সাধনে ও সমাজ প্রগতির জন্যে ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলিকে বিভিন্ন ক্ষেত্রে যথাযথ দায়িত্ব সম্পাদনের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে । 

এ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্তের কথা উল্লেখ করা যায় — বেগার শ্রমিকদের মুক্তি দান ও পুনর্বাসনের বিষয়ে ১৯৮৩ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার ও হরিয়ানা সরকারকে নির্দেশদান , ২০০২ সালে দারিদ্র্য সীমারেখার নীচে বসবাসকারী মানুষদের তালিকা প্রণয়নের জন্য পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যকে নির্দেশদান ইত্যাদি ।

error: Content is protected !!