সুপ্রিম কোর্টের মূল এলাকাভুক্ত ক্ষমতা কাকে বলে
সুপ্রিম কোর্টের মূল এলাকাভুক্ত ক্ষমতা কাকে বলে
সংবিধানের ১৩১ নং ধারা অনুযায়ী যেসব মামলা শুধুমাত্র সুপ্রিমকোর্ট ছাড়া হাইকোর্ট বা অন্য কোনো অধস্তন আদালতে দায়ের করা যায় না , সেই ক্ষেত্রগুলি সুপ্রিমকোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত । সুপ্রিমকোর্টের মূল এলাকাভুক্ত ক্ষমতাগুলি হল—
1. আইনগত অধিকারের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের বিরোধ বাধলে তার নিষ্পত্তি ।
2. কেন্দ্রীয় সরকার এবং এক বা একাধিক রাজ্য সরকারের সঙ্গে অন্য কয়েকটি বা একটি রাজ্য সরকারের বিরোধের মীমাংসা ।
3. দুই ও ততোধিক রাজ্য সরকারের মধ্যে পারস্পরিক বিরোধ দেখা দিলে একমাত্র সুপ্রিমকোর্ট এইসব বিরোধের নিষ্পত্তি করার অধিকারী । সুপ্রিমকোর্ট এক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় আদালতের ভূমিকাই পালন করে ।
4. রাষ্ট্রপতি কিংবা উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত যে কোনো বিরোধ নিষ্পত্তির ক্ষমতা সুপ্রিমকোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত ।