মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্টের ভূমিকা
মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্টের ভূমিকা
মানব জীবনের মৌলিক প্রয়োজনগুলি যেসব অধিকারের সাহায্যে পূরণ হয়ে থাকে সেগুলিকে মৌলিক অধিকার বলে অভিহিত করা হয় । মৌলিক অধিকার নাগরিকদের ব্যক্তিসত্তার বিকাশে একান্ত অপরিহার্য । এই কারণে মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয় । মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার ক্ষেত্রে সুপ্রিমকোর্টের সঙ্গে হাইকোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
সংবিধানের ২২৬ ( ১ ) নং ধারা অনুযায়ী সুপ্রিমকোর্টের মতো হাইকোর্টগুলি নিজ এলাকায় নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণে অভিলেখ আদালত হিসেবে কাজ করে । হাইকোর্ট এজন্য বন্দি প্রত্যক্ষীকরণ , পরমাদেশ , প্রতিষেধ , অধিকারপৃচ্ছা , উৎপ্রেষণ প্রভৃতি লেখ , নির্দেশ ও আদেশ জারি করতে পারে ।
৪৪ তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে , জরুরি অবস্থার সময়েও হাইকোর্টের ‘ বন্দি প্রত্যক্ষীকরণ ’ সংক্রান্ত লেখ , নির্দেশ বা আদেশ জারি করার ক্ষমতা ক্ষুণ্ন করা যাবে না ।
প্রসঙ্গত বলা যায় , নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংরক্ষণ করা ছাড়াও হাইকোর্ট “ অন্য যে কোনো উদ্দেশ্যে ” লেখ , নির্দেশ বা আদেশ জারি করতে পারে । প্রসঙ্গত বলা যায় , ভারতের সুপ্রিমকোর্টের হাতে এই ধরনের কোনো ক্ষমতা দেওয়া হয়নি ।