হাইকোর্টের ভূমিকা

হাইকোর্টের ভূমিকা

অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত হিসেবে হাইকোর্ট নানান ভূমিকা পালন করে থাকে ; যথা— 

1. হাইকোর্ট দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে । 

2. হাইকোর্ট নিজ নিজ এলাকায় নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য বন্দি প্রত্যক্ষীকরণ , পরমাদেশ , প্রতিষেধ , অধিকারপৃচ্ছা , উৎপ্রেষণ প্রভৃতি লেখ , নির্দেশ ও আদেশ জারি করতে পারে [ ২২৬ ( ১ ) নং ধারা ] । 

3. হাইকোর্ট কেন্দ্রীয় ও রাজ্য আইনসভা প্রণীত আইনের সাংবিধানিক বৈধতা বিচার করতে পারে । 

4. সামরিক আদালত ও সামরিক ট্রাইব্যুনাল ছাড়া নিজ এলাকার অন্য সব আদালত ও ট্রাইব্যুনালগুলির তত্ত্বাবধানের দায়িত্ব হাইকোর্টের [ ২২৭ নং ধারা ] । 

5. হাইকোর্ট রাজ্যের অভিলেখ আদালত ( Court of Record ) হিসেবে কাজ করে । । 

6. সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা নিম্ন আদালত থেকে হাইকোর্ট নিজের হাতে নিতে পারে । 

মূল্যায়ন 

হাইকোর্টের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে । সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল一

1. হাইকোর্টের কাজকর্মে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের যথেষ্ট সুযোগ আছে । 

2. পার্লামেন্টের হাতে সংবিধান সংশোধনের মাধ্যমে হাইকোর্টের এক্তিয়ারকে সীমিত করার ক্ষমতা রয়েছে । 

3. হাইকোর্টগুলির বকেয়া মামলার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় কাজের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে । এই কারণে দ্রুত ন্যায়বিচার পাওয়া সম্ভব হয় না । 

4. বিচারপতিদের নিয়োগ ও বদলির বিষয়ে রাজনৈতিক বিচার বিবেচনার কথা প্রায়শ উঠতে দেখা যায় । 

5. অবসর গ্রহণের পর বিচারপতিদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ বিচার ব্যবস্থার মর্যাদাকে ক্ষুণ্ন করে । 

6. প্রকৃত অর্থে এই আদালত অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণাধীন নয় , সর্বভারতীয় বিচার ব্যবস্থারই একটি অঙ্গ । 

পরিশেষে বলা যায় , হাইকোর্টের ন্যায় বিচারকে সুনিশ্চিত করার জন্য প্রয়োজন হল ক্রমবর্ধমান বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তি , বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি , প্রতিটি রাজ্যের ও বৃহৎ জেলাগুলির জন্য পৃথক হাইকোর্ট বেঞ্চ গঠন প্রভৃতি ।

error: Content is protected !!