রাষ্ট্র বিজ্ঞান

হাইকোর্টের আপিল এলাকা কি

হাইকোর্টের আপিল এলাকা কি

হাইকোর্টের ক্ষমতা সাধারণভাবে দুটি এলাকার মধ্যেই সীমাবদ্ধ । এগুলি হল — মূল এলাকা এবং আপিল এলাকা । 

আপিল এলাকা রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হল হাইকোর্টদেওয়ানিফৌজদারি মামলার বিষয়ে হাইকোর্টে আপিল করা যায় । দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা জজ ও অধস্তন জেলা জজের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় । হাইকোর্টের কোনো বিচারকের একক সিদ্ধান্তের বিরুদ্ধেও হাইকোর্টে আপিল করা যায় । এ ছাড়া আইন ও পদ্ধতিগত প্রশ্নে কোনো অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল মামলায় কোনো ঊর্ধ্বতন আদালত যে রায় দেয় তার বিরুদ্ধেও হাইকোর্টে আপিল করা যায় । 

অন্যদিকে ফৌজদারি মামলার ক্ষেত্রে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ কোনো ব্যক্তিকে সাত বছরের বেশি কারাদণ্ড দিলে সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় । এ ছাড়া কয়েকটি নির্দিষ্ট মামলার ক্ষেত্রে সহকারী দায়রা জজ বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যেতে পারে ।

error: Content is protected !!