হাইকোর্টের মূল এলাকা কি
হাইকোর্টের মূল এলাকা কি
হাইকোর্টের ক্ষমতা সাধারণভাবে দুটি এলাকার মধ্যেই সীমাবদ্ধ । এগুলি হল — মূল এলাকা এবং আপিল এলাকা ।
রাজস্ব সংক্রান্ত যাবতীয় বিষয় হাইকোর্টের মূল এলাকায় স্থান পেয়েছে । অনেক ক্ষেত্রে দেওয়ানি মামলাকেও মূল এলাকার অন্তর্ভুক্ত করা হয় । তবে সব হাইকোর্টের মূল এলাকা ভুক্ত ক্ষমতা নেই । শুধুমাত্র কলকাতা , চেন্নাই ও মুম্বাই হাইকোর্টের এই ক্ষমতা রয়েছে ।
- অ্যানথ্রাসাইট কয়লা
- x2 = x এই সমীকরণটির সমাধান সংখ্যা কত
- A , B , C তিন বন্ধু যথাক্রমে X , ২X , Y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করল , মেয়াদান্তে Z টাকা লাভ হলে , A এর লভ্যাংশ কত
- Chandrayaan 3 Essay
- চন্দ্রযান ৩ রচনা