রাষ্ট্র বিজ্ঞান

অর্থবিল কাকে বলে 

অর্থবিল কাকে বলে 

ভারতের সংবিধানের ১১০ নং ধারায় অর্থবিলের সংজ্ঞা দেওয়া হয়েছে । এই ধারায় উল্লিখিত সাতটি বিষয়ের মধ্যে যে কোনো একটিকে নিয়ে রচিত বিলকে অর্থবিল বলা হয় । বিষয়গুলি হল— 

1. কোনো কর ধার্য , বিলোপ , প্রত্যাহার , পরিবর্তন বা নিয়ন্ত্রণ ; 

2. ভারত সরকার কর্তৃক ঋণ গৃহীত হবে এরূপ আর্থিক দায়িত্ব সংক্রান্ত আইনের সংশোধন ; 

3. ভারতের ‘ সঞ্চিত তহবিল ’ বা ‘ আকস্মিক ব্যয় সংকুলান তহবিল ’ থেকে অর্থের বিনিয়োগ ; 

4. ভারতের সঞ্চিত তহবিল বা আকস্মিক ব্যয় সংকুলান তহবিল থেকে অর্থ প্রদান এবং প্রত্যাহার ; 

5. কোনো ব্যয়কে ভারতের সঞ্চিত তহবিলের ব্যয় বলে ঘোষণা বা সঞ্চিত তহবিলের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি ; 

6. ভারতের সঞ্চিত তহবিল খাতে অর্থপ্রাপ্তি বা ওই অর্থের তত্ত্বাবধান বা অর্থ প্রদান অথবা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির হিসাব পরীক্ষা ; 

7. উপরিউক্ত বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত যে কোনো অন্য বিষয় । 

সংবিধানের ১১০ ( ২ ) নং ধারায় বলা হয়েছে যে জরিমানা বা অন্য কোনো অর্থদণ্ড , লাইসেন্স বা সেবার জন্য ফি দাবি বা প্রদান অথবা স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক স্থানীয় উদ্দেশ্যে কোনো কর ধার্য , বিলোপ , প্রত্যাহার , পরিবর্তন বা নিয়ন্ত্রণকে অর্থবিল বলা যাবে না । কোনো বিল অর্থবিল কি না এ নিয়ে মতবিরোধ দেখা দিলে লোকসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত । এক্ষেত্রে একটি প্রমাণপত্র স্পিকার দিয়ে থাকেন ।

অর্থ বিল এবং অর্থ সংক্রান্ত বিলের মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে । সংবিধানের ১১০ ( ১ ) নং ধারায় বর্ণিত বিষয়গুলির মধ্যে যে কোনো এক বা একাধিক বিষয় যে বিলে থাকে তাকে অর্থবিল বলা যায় । অর্থ সংক্রান্ত বিল বা রাজস্ব বিল ভিন্ন প্রকৃতির । রাজস্ব বিলে স্পিকারের প্রমাণ পত্র থাকে না ।

error: Content is protected !!