রাষ্ট্র বিজ্ঞান

লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো

লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো

সুশৃঙ্খলভাবে সভা পরিচালনা করা স্পিকারের এক গুরুত্বপূর্ণ কাজ । এজন্য তাঁকে যেসব দায়িত্ব পালন করতে হয় সেগুলি হল 

1. সভায় বক্তৃতা দেওয়ার ব্যাপারে এবং দৃষ্টি আকর্ষণী প্রস্তাব উত্থাপনের জন্য সদস্যদের অবশ্যই স্পিকারের কাছে অনুমতি নিতে হয় । 

2. সদস্যদের বক্তৃতায় একই বিষয়ের পুনরাবৃত্তি , অপ্রাসঙ্গিক বা অশালীন মন্তব্য এবং আপত্তিকর আচরণ ইত্যাদি বিষয়ের প্রতি স্পিকার বিশেষভাবে দৃষ্টি রাখেন । 

3. সভায় সব সদস্য যাতে সমান সুযোগ পেতে পারেন সেদিকেও স্পিকারের লক্ষ্য থাকে । 

4. সভার কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদীয় রীতি বিরোধী আচরণ করলে স্পিকার কোনো সদস্যকে মৃদু তিরস্কার করতে বা শাস্তিও দিতে পারেন । 

5. লোকসভায় বিশৃঙ্খল আচরণ করতে থাকলে যে কোনো সদস্যকে সভা থেকে বহিষ্কারের নির্দেশ তিনি দিতে পারেন । এক্ষেত্রে স্পিকারের নির্দেশ অমান্য করা হলে মার্শাল ডেকে সংশ্লিষ্ট সদস্যকে বহিষ্কার করা হয় । 

6. ক্রমাগত রীতি বিরোধী আচরণ করলে বা সভায় তুমুল বিশৃঙ্খলা দেখা দিলে স্পিকার সাময়িকভাবে সভা মুলতবি করে দিতে পারেন । 

7. লোকসভায় ‘ কোরাম ’ না হলে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক সদস্য হাজির না হলে তিনি সভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন । 

8. সাধারণভাবে ভোটাভুটির সময়ে স্পিকার নিরপেক্ষ থাকেন । তবে পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে অচলাবস্থা দেখা দিলে স্পিকার একটি ‘ নির্ণায়ক ভোট ’ দিতে পারেন । 

9. সভায় সদস্যদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয় । 

10. লোকসভার সদস্যদের অধিকার রক্ষায় স্পিকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । 

11. সদস্যদের অধিকার ভঙ্গ বা লোকসভা অবমাননার দায়ে স্পিকার যে কোনো ব্যক্তি বা সাংসদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন । লোকসভা অবমাননার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা সাংসদের গ্রেফতারের নির্দেশ দেওয়ার ক্ষমতাও স্পিকারের রয়েছে । অবশ্য লোকসভার অধিবেশনের সমাপ্তির পর সংশ্লিষ্ট আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার সংস্থান আছে । 

12. স্পিকারের অনুমতি ছাড়া লোকসভার কোনো সদস্যকে পার্লামেন্টের ভেতরে গ্রেফতার করা যায় না ।

error: Content is protected !!