কেন্দ্রীয় মন্ত্রীসভার গঠন 

কেন্দ্রীয় মন্ত্রীসভার গঠন 

ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা মন্ত্রীসভা চালিত । সংবিধানের ৭৪ ( ১ ) নং ধারায় বলা হয়েছে যে , ভারতের রাষ্ট্রপতিকে তাঁর কাজে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রীসভা ( Council of Ministers ) থাকবে । 

কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যদের কেন্দ্রীয় আইনসভা বা সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে হয় । সংসদের সদস্য নন , এমন কোনো ব্যক্তিকে মন্ত্রীসভার সদস্য করা হলে তাঁকে ছয় মাসের মধ্যে সংসদের যে কোনো কক্ষ থেকে নির্বাচিত হতে হয় । মন্ত্রীসভার সদস্য সংখ্যা বা মর্যাদাগত পার্থক্য নিয়ে সংবিধানে বিস্তারিত ভাবে কিছু বলা হয়নি । বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীসভায় তিন শ্রেণির মন্ত্রী রয়েছেন— ক্যাবিনেট মন্ত্রী , রাষ্ট্র মন্ত্রী ( স্বাধীন দায়িত্ব ) ও  উপমন্ত্রী । 

সব মন্ত্রীকে নিয়ে মন্ত্রীসভা গঠিত হলেও ক্যাবিনেট গঠিত হয় মন্ত্রীসভার মাত্র কয়েকজন বিচক্ষণ মন্ত্রীকে নিয়ে । ক্ষমতাগত প্রশ্নেও মন্ত্রীসভার সঙ্গে ক্যাবিনেটের পার্থক্য রয়েছে । তত্ত্বগতভাবে মন্ত্রীসভা শাসন বিভাগের সমস্ত ক্ষমতার অধিকারী হলেও বাস্তবে ক্যাবিনেটই সবকিছু নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে । 

ক্যাবিনেট মন্ত্রীরা যেহেতু সরকারি নীতি নির্ধারকের ভূমিকা পালন করেন , তাই সরকারের গুরুত্বপূর্ণ বিভাগগুলির দায়িত্ব এঁদের হাতে রয়েছে । অন্যদিকে কম গুরুত্বপূর্ণ দপ্তরগুলির দায়িত্ব রয়েছে স্বাধীন দায়িত্বে থাকা রাষ্ট্র মন্ত্রীদের হাতে । সর্বশেষ পর্যায়ে উপমন্ত্রীরা বিভিন্ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রীদের সহযোগিতা করে থাকেন ।

error: Content is protected !!