বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা কাকে বলে
বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা কাকে বলে
যখন শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা সমক্ষমতা সম্পন্ন একাধিক ব্যক্তির হাতে ন্যস্ত থাকে , তখন তাকে বহু পরিচালক নির্ভর শাসন ব্যবস্থা বলা হয় ।
প্রাচীন এথেন্সে ও রোমে বহু পরিচালকের শাসন প্রচলিত ছিল । আধুনিককালে সুইজারল্যান্ডে ফেডারেল কাউন্সিল ( Federal Council ) বহু পরিচালক নির্ভর শাসন বিভাগের উদাহরণ । ফেডারেল কাউন্সিলের সব সদস্য সমক্ষমতার অধিকারী ।
অন্যদিকে ভারতের শাসন বিভাগকে পুরোপুরি একক পরিচালক নির্ভর অথবা বহু পরিচালক নির্ভর শাসন বিভাগ বলে মেনে নিতে রাজি হননি রাষ্ট্রবিজ্ঞানীরা । তাঁদের মতে , ভারতের শাসন বিভাগের ক্ষেত্রে একক পরিচালক ও বহু পরিচালক উভয় ব্যবস্থার মিশ্রণ ঘটেছে ।