শাসন বিভাগের রাজনৈতিক ও অরাজনৈতিক অংশ
শাসন বিভাগের রাজনৈতিক ও অরাজনৈতিক অংশ
আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসনের সাধারণ কর্মী পর্যন্ত সব পদাধিকারীকেই বোঝায় । গঠন ও কাজকর্মের ভিত্তিতে শাসন বিভাগকে দুটি অংশে বিভক্ত করা হয়— রাজনৈতিক অংশ ( Political Executive ) এবং অরাজনৈতিক অংশ ( Non-political Executive ) ।
শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন , তাঁরা রাজনৈতিক অংশের অন্তর্ভূক্ত । এঁরা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হন এবং সম্পাদিত কাজকর্মের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন । দৃষ্টান্ত স্বরূপ , সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মন্ত্রীসভার সদস্যদের কথা বলা যায় ।
অন্যদিকে , শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বলতে প্রশাসনের কাজে নিযুক্ত স্থায়ী কর্মচারীদের বোঝায় । এই স্থায়ী কর্মচারীরা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন । এঁরা রাষ্ট্র কৃত্যক ( Civil Servants ) বা আমলা ( Bureaucrat ) নামে পরিচিত ।