রাষ্ট্র বিজ্ঞান

গান্ধীজীর সত্যাগ্রহ ধারণা আলোচনা কর

গান্ধীজীর সত্যাগ্রহ ধারণা আলোচনা কর

গান্ধীজীর মতাদর্শের সর্বোৎকৃষ্ট নীতি হল ‘ সত্যাগ্রহ ‘ । দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যবাদ ও নির্যাতনের বিরুদ্ধে এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম পরিচালনায় সত্যাগ্রহকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন গান্ধীজী । 

তবে সত্যাগ্রহ নিছক একটি আন্দোলনের হাতিয়ার ছিল না , সত্যাগ্রহ ছিল গান্ধীজীর জীবন দর্শন । আভিধানিক অর্থে সত্যাগ্রহ হল “ সত্যের জন্য আগ্রহ । ” গান্ধীজী বিশ্বাস করতেন সত্যের ওপর ভিত্তি করে পৃথিবী প্রতিষ্ঠিত রয়েছে । এখানে অসত্যের কোনো অস্তিত্ব নেই । সত্য ও অহিংসা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ।  

গান্ধীজীর সত্যাগ্রহের আদর্শ আত্মত্যাগ বা আত্মনিগ্রহের ধারণার সঙ্গে সম্পর্ক যুক্ত । এই আত্মত্যাগ বা আত্মনিগ্রহের মধ্যে দিয়ে প্রতিপক্ষের হৃদয় পরিবর্তন করা সত্যাগ্রহের প্রধান উদ্দেশ্য । সত্যাগ্রহ দুর্বলের অস্ত্র নয় । সত্যাগ্রহ এক আত্মিক শক্তি । সত্যাগ্রহে কাপুরুষতা বা ভীরুতার কোনো স্থান নেই । 

সত্যাগ্রহের পদ্ধতিগুলির মধ্যে রয়েছে প্রতীকী বা আমরণ অনশন , অসহযোগ আন্দোলন , আইন অমান্য আন্দোলন , ধরনা , ধর্মঘট , বিদেশি দ্রব্য বয়কট , সরকারি অনুষ্ঠান বয়কট , সম্মানসূচক পদ ও উপাধি প্রত্যাখ্যান প্রভৃতি ।

error: Content is protected !!