রাষ্ট্র বিজ্ঞান

গান্ধীজীর রাষ্ট্র সম্পর্কে ধারণা

গান্ধীজীর রাষ্ট্র সম্পর্কে ধারণা

রাষ্ট্র প্রকৃতির স্বরূপ উদ্ঘাটন করতে গিয়ে গান্ধীজী বলেছিলেন , “ রাষ্ট্রের শক্তি বৃদ্ধির ঘটনাকে আমি সবচেয়ে ভয়ের চোখে দেখে থাকি । তার কারণ যদিও রাষ্ট্র আপাত দৃষ্টিতে শোষণ কমিয়ে মানুষের মঙ্গল করে তবু মানুষের ব্যক্তিত্বকে হত্যা করে রাষ্ট্র মানব জাতির সবচেয়ে বড়ো বিনাশ করে থাকে । মানুষের এই ব্যক্তিত্ব কিন্তু তার যাবতীয় উন্নতির মূল কারণ ” । গান্ধীজীর মতে , বলপ্রয়োগ হল আধুনিক রাষ্ট্রের ভিত্তি । সুসংগঠিত ও কেন্দ্রীভূত ভাবে রাষ্ট্র হিংসাত্মক বলপ্রয়োগ করে থাকে ।  

গান্ধীজী মনে করতেন , মানুষের দুর্বলতার জন্য রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের সৃষ্টি হয় । রাষ্ট্র যে চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী একটি প্রতিষ্ঠান গান্ধীজী তাও বিশ্বাস করতেন না । তিনি সম্পূর্ণ নৈতিক কর্তৃত্বের ওপর প্রতিষ্ঠিত জনগণের সার্বভৌমিকতায় আস্থাশীল ছিলেন । 

তাঁর মতে , অন্য সামাজিক প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে যতটা সীমিত আনুগত্য দেখানো উচিত , রাষ্ট্রের প্রতি তার চেয়ে বেশি আনুগত্য দেখানোর প্রয়োজন নেই । রাষ্ট্রের গুণগত মান বিষয়ে গান্ধীজী মনে করতেন , সেই রাষ্ট্রই সবচেয়ে ভালো যা সবচেয়ে কম শাসন করে । ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী গান্ধীজী এভাবে রাষ্ট্রের কর্ম পরিধিকে সীমিত রাখতে চেয়েছিলেন । 

আদর্শ রাজনৈতিক ব্যবস্থায় ‘ রাষ্ট্রহীন গণতন্ত্র ‘ থাকবে বলে গান্ধীজী মনে করতেন । রাষ্ট্রহীন এই গণতন্ত্র হল গান্ধীজীর মতে রাম রাজ্য । এখানে অহিংসা হবে গণতন্ত্রের মূলভিত্তি । সব মানুষের জন্য সমান সুযোগ থাকবে । সমাজ হবে শোষণ মুক্ত । গান্ধীজীর রাষ্ট্র চিন্তায় বিকেন্দ্রীকরণ ও স্বাবলম্বন সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে । রাম রাজ্যকে তিনি গ্রাম ভিত্তিক করে গড়ে তুলতে চেয়েছিলেন । এই প্রসঙ্গে তিনি পঞ্চায়েতি রাজ পত্তনের কথাও বলেছিলেন ।

error: Content is protected !!