রাষ্ট্র বিজ্ঞান

গান্ধীজীর অহিংসা নীতি

গান্ধীজীর অহিংসা নীতি

গান্ধীজীর মতাদর্শের অন্যতম মূলনীতি হল অহিংসা । তাঁর রাজনৈতিক আন্দোলনে , ‘ ইয়ং ইন্ডিয়া ‘ , ‘ হরিজন ‘ প্রভৃতি পত্রপত্রিকায় , বিভিন্ন প্রবন্ধে এবং বক্তৃতায় অহিংসার ধারণা ব্যক্ত হয়েছে । অবশ্য অহিংসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা তিনি দেননি । তাঁর মতে , অহিংসার ব্যাখ্যা দেওয়া দুঃসাধ্য , তবে ব্যবহারের মাধ্যমে এর প্রকৃতি অনুধাবন করা যায় । সাধারণভাবে অহিংসা বলতে অন্যকে হিংসা না করা বোঝায় । 

গান্ধিজির মতে , অহিংসা বলতে চরমতম স্বার্থহীনতাকে বোঝায় । তাঁর দৃষ্টিভঙ্গিতে অহিংসা হল ‘ ইতিবাচক ভালোবাসা ‘ । অহিংসা দুর্বলতা নয় , অহিংসা এক নৈতিক শক্তি । গান্ধীজী বিশ্বাস করতেন , একমাত্র অহিংসার মাধ্যমেই সত্যের অনুসন্ধান সম্ভব । সত্য , প্রেম , ভালোবাসা , সংযম , সাহস ও আত্মবলিদানের মতো মানবিক গুণাবলি গান্ধীজীর অহিংসার ধারণার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত । 

ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম পরিচালনার সময় গান্ধীজী অহিংসার শক্তিকে সাফল্যের সঙ্গে প্রয়োগ করেছেন । তাঁর কাছে অহিংসা শুধুমাত্র একটি পদ্ধতি নয় , একটি আদর্শ । তাই শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন পরিচালনার জন্য তিনি অহিংসা নীতিকে ব্যবহার করেননি , তাঁর সর্বোদয় সমাজকে তিনি এক অহিংস সমাজ হিসেবে গঠন করতে চেয়েছিলেন ।

error: Content is protected !!