রাষ্ট্র বিজ্ঞান

ফ্যাসিবাদ কী

ফ্যাসিবাদ কী

প্রথম বিশ্বযুদ্ধের পরে ১৯১৯ সালে ইতালিতে ফ্যাসিবাদের জন্ম হয় । এ সময় মিলানে বেনিতো মুসোলিনি ‘ ফ্যাসিও দি কম্বাত্তিমেস্তো ‘ নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন যা থেকে ফ্যাসিবাদের সূত্রপাত ঘটে । পরে জার্মানিতে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ‘ ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি ’ , সংক্ষেপে ‘ নাতসি পার্টি ‘ গঠনের মাধ্যমে অনুরূপ একটি ফ্যাসিবাদী সংগঠনের জন্ম হয় । ১৯৩৩ সালে জার্মানিতে নাতসি বাহিনী ক্ষমতা দখল ক’রে হিটলারের নেতৃত্বে ফ্যাসিবাদী রাষ্ট্র গঠন করে । 

ফ্যাসিবাদে রাষ্ট্র হল চরম । ব্যক্তি বা গোষ্ঠীকে কোনো স্বতন্ত্র গুরুত্ব এখানে দেওয়া হয় না । ফ্যাসিবাদের মূল কথাই হল রাষ্ট্র । মুসোলিনির মতে রাষ্ট্রই সব , রাষ্ট্রই লক্ষ্য , রাষ্ট্রের অপ্রতিহত প্রাধান্যই শেষ কথা । এই প্রাধান্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে কোনো ধরনের কূটকৌশল এবং হিংসাত্মক পদ্ধতির আশ্রয় গ্রহণ করাই হল ধর্ম । সৈন্যসজ্জা ও যুদ্ধই হল ফ্যাসিবাদের শৃঙ্খলা । ফ্যাসিবাদের প্রতীক হল শক্তি । 

রাষ্ট্রবিজ্ঞানী ইবেনস্টাইনের মতে , ফ্যাসিবাদ হল একদলীয় একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা ও এক সর্বনিয়ন্ত্রণবাদী মতবাদ যা উগ্র জাতীয়তাবাদ , আগ্রাসী জাতি বিদ্বেষ এবং সাম্রাজ্যবাদী লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত । 

ফ্যাসিবাদী দর্শনের মূল উপাদান হিসেবে যে বিষয়গুলিকে চিহ্নিত করা হয় তার মধ্যে রয়েছে , 1. সর্বাত্মক রাষ্ট্র তত্ত্ব , 2. জাতীয় সমাজবাদ 3. সাম্রাজ্যবাদ এবং জাতি তত্ত্ব

error: Content is protected !!