ইতিহাস

বিপ্লবী বাসুদেব বলবন্ত ফাড়কে

Contents

বিপ্লবী বাসুদেব বলবন্ত ফাড়কে

ভারতে বৈপ্লবিক আন্দোলনের পথপ্রদর্শক ছিল মহারাষ্ট্র , আর এই বিপ্লবী আন্দোলনের ঋত্বিক ছিলেন বাসুদেব বলবন্ত ফাড়কে । মহারাষ্ট্রে ফাড়কে যে সশস্ত্র বৈপ্লবিক পথের সূচনা ঘটিয়েছিলেন তা পরবর্তীকালে প্রসারিত হয়েছিল সারা ভারতে । ফাড়কের জীবনের প্রধান ও একমাত্র ব্রত ছিল ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ । এ প্রসঙ্গে ফাড়কে তাঁর দিনলিপিতে লিখেছিলেন — শয়নে , স্বপনে , নিদ্রা – জাগরণে আমার একমাত্র চিন্তা ব্রিটিশদের ধ্বংসসাধন ।

phadke 1 15.08
বাসুদেব বলবন্ত ফাড়কে

পরিচিতি

বিপ্লবী বাসুদেব বলবন্ত ফাড়কে মহারাষ্ট্রের কোলাবা জেলার শিরবো গ্রামের এক চিতপাবন বংশীয় ব্রাহ্মণ পরিবারে ১৮৪৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন । প্রথম জীবনে তিনি ব্রিটিশ সরকারের এক কর্মচারীরূপে জীবিকা বেছে নিয়েছিলেন । কিন্তু ১৮৭১ থেকে ১৮৭৭ খ্রিস্টাব্দে বােম্বাই প্রেসিডেন্সিতে এক ভয়ংকর দুর্ভিক্ষ দেখা দিলে তাতে ব্রিটিশের উদাসীনতা তাঁকে ক্ষুদ্ধ করে । তখন থেকেই তিনি শপথ নেন তার জীবনের একমাত্র ব্রত হবে সশস্ত্র বিপ্লবের পথে ব্রিটিশের উচ্ছেদ সাধন । মহারাষ্ট্র তথা সমগ্র ভারতে তিনিই সর্বপ্রথম গুপ্ত সমিতি ও বিপ্লবী সমিতি গঠনের মাধ্যমে দেশ থেকে ইংরেজদের উচ্ছেদের জন্য সশস্ত্র আন্দোলনের পরিকল্পনা করেন ।

বিপ্লবী জীবন

লর্ড লিটনের আমলে ফাড়কে গুপ্ত সমিতি গঠন ও সশস্ত্র বিপ্লববাদের মাধ্যমে ভারতে ব্রিটিশ রাজত্বের অবসান ঘটানাের চেষ্টা শুরু করেন । তিনি মহারাষ্ট্রের যুব সমাজকে বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত করেন । সশস্ত্র সংগ্রামের জন্য অস্ত্র সংগ্রহ করতে তিনি রাজনৈতিক ডাকাতি শুরু করেন । সশস্ত্র বিপ্লব ঘটানাের লক্ষ্যে তিনি একটি সেনাবাহিনীও গঠন করেন । শিক্ষিত সমাজ ফাড়কের আদর্শকে সমর্থন না করায় তিনি তার বিপ্লববাদের জন্য অবহেলিত অনুন্নত রামােসিস্ উপজাতিদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন । কিন্তু রামােসিস্ সম্প্রদায়ের স্বার্থপর মনােভাব দেখে তিনি তাদের ছেড়ে দিয়ে আন্নুরের আফগান সর্দার ইসমাইল খাঁ রােহিনীর সাহায্য নিয়ে বিপ্লব ঘটানাের চেষ্টা করেন , কিন্তু এ ব্যাপারে তিনি শেষ পর্যন্ত সফল হতে পারেননি ।

পরিণতি

ফাড়কের পরিকল্পনা ফাঁস হয়ে যায় এবং ১৮৭৯ খ্রিস্টাব্দে পুলিশ আহত ফাড়কেকে বন্দি করতে সক্ষম হয় । তিনি নির্বাসিত হন । ওই অবস্থায় আরব দেশে এডেনের জেলে যক্ষ্মারােগে আক্রান্ত হয়ে ফাড়কের মৃত্যু হয় ( ১৮৮৩ খ্রি. ১৭ ফেব্রুয়ারি ) ।

মূল্যায়ন

ফাড়কের বিপ্লবী – প্রচেষ্টা ব্যর্থ হলেও তাঁর আত্মত্যাগ ও বৈপ্লবিক আদর্শ কিন্তু ব্যর্থ হয়নি । তাঁর আদর্শ মহারাষ্ট্রে সশস্ত্র আন্দোলনে এক নবসঞ্জীবনী ধারার সূত্রপাত করেছিল । ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার  তাই তাঁকে ‘ ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক ’ রূপে সম্মানিত করেছেন । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!