রাষ্ট্র বিজ্ঞান

গ্রাম স্বরাজ সম্পর্কে গান্ধীজীর ধারণা 

গ্রাম স্বরাজ সম্পর্কে গান্ধীজীর ধারণা 

কৃষি প্রধান ভারতের উন্নয়নের জন্য গান্ধীজী গ্রামীণ পুনর্গঠনের ধারণার ওপর গুরুত্ব দিয়েছিলেন । গান্ধীজী বিশ্বাস করতেন , ভারতের প্রাণ শক্তি গ্রামগুলির উন্নতির মধ্যে নিহিত রয়েছে । ব্রিটিশ শাসনকালে গ্রামীণ ভারত ছিল অবহেলিত । 

গান্ধীজী মনে করতেন , গ্রাম ধ্বংস হয়ে যাওয়ার অর্থ হল ভারতবর্ষ ধ্বংস হয়ে যাওয়া । গ্রামীণ ভারতের পুনর্গঠনের জন্য গান্ধীজী যে বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন সেগুলি হল সমবায় প্রথার প্রচলন , জমিদারি প্রথার সংস্কার , গ্রামীণ শিল্পের বিকাশ , গ্রাম-স্বরাজ ও স্বাবলম্বন প্রভৃতি । 

গান্ধীজী চাষবাসের ক্ষেত্রে সমবায় প্রথা চালু করার উদ্দেশ্যে জমি , গবাদি পশু , বীজ , সার ইত্যাদির সমবায় মালিকানার কথা বলেছিলেন । তাঁর মতে , কৃষিক্ষেত্রে সমবায় সংগঠনের গুরুত্ব সবচেয়ে বেশি । সমবায় প্রথায় বাজারে কৃষিপণ্যের বিক্রি , গবাদি পশুর প্রতিপালন প্রভৃতি গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে বলে তিনি বিশ্বাস করতেন । 

গ্রামীণ কুটির শিল্পের সর্বাঙ্গীণ বিকাশে গান্ধীজী বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন । জমিদারি প্রথা নির্মূল না করে তার সংস্কার করতে চেয়েছিলেন গান্ধীজী । তিনি বলেছিলেন জমিতে কৃষকের অধিকার সবার আগে । এক স্বয়ং সম্পূর্ণ গ্রামীণ ভারতের স্বপ্ন দেখেছিলেন গান্ধীজী । তাঁর অভিমত ছিল , সাত লক্ষ গ্রামের মধ্যে আছে সত্যকার ভারত ।

error: Content is protected !!