মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো

মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো

মার্কসীয় তত্ত্বের মূলনীতি গুলির মধ্যে অন্যতম হল রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব । মার্কসীয় মতবাদ অনুযায়ী , রাষ্ট্রের আবির্ভাব আকস্মিকভাবে ঘটেনি । উৎপাদন ব্যবস্থার প্রকৃতিগত পরিবর্তনের ফলে সমাজ বিবর্তনের একটি বিশেষ অধ্যায়ে রাষ্ট্রের জন্ম হয় । 

এই সময় সমাজ পরস্পর বিরোধী দুটি শ্রেণিতে বিভক্ত হয়ে পড়ে । একদিকে সম্পত্তিবান শোষক শ্রেণি , অন্যদিকে সম্পত্তিহীন শোষিত শ্রেণি । নতুন অবস্থায় সম্পত্তি মালিকানার নিরাপত্তার জন্য বলপ্রয়োগমূলক হাতিয়ার হিসেবে রাষ্ট্রের উদ্ভব ঘটে । এই রাষ্ট্র নামক হাতিয়ারের সাহায্যে সমাজে প্রভৃত্বকারী সংখ্যালঘু সম্পত্তিবান শ্রেণি সংখ্যা গরিষ্ঠ সম্পত্তিহীন শ্রেণিকে শোষণ করে । 

এভাবে দাস সমাজ , সামন্ত সমাজ ও পুঁজিবাদী সমাজে রাষ্ট্র উৎপাদনের উপকরণের মালিকদের স্বার্থে সংখ্যা গরিষ্ঠ ব্যক্তিকে শোষণ করার হাতিয়ার হিসেবে কাজ করে । মার্কসের মতে , বুর্জোয়া রাষ্ট্রের ধ্বংসের ফলে ‘ সর্বহারার একনায়কত্ব ‘ প্রতিষ্ঠিত হলে গঠিত হবে সমাজতান্ত্রিক রাষ্ট্র । রাষ্ট্র এখানে শোষণের হাতিয়ার নয় । রাষ্ট্র বরং সাম্যবাদী সমাজের ভিত্তি রচনা করে । সাম্যবাদী সমাজে সবরকম শ্রেণি শোষণের সমাপ্তি ঘটায় রাষ্ট্রযন্ত্রের কোনো প্রয়োজন থাকবে না । তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে ।

error: Content is protected !!