রাষ্ট্র বিজ্ঞান

উদ্বৃত্ত মূল্য তত্ত্ব

উদ্বৃত্ত মূল্য তত্ত্ব

মার্কসবাদের মূলনীতি গুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব । মার্কসের এই তত্ত্ব ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর ‘ মূল্যের শ্রম তত্ত্ব ‘ দ্বারা অনুপ্রাণিত । পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শোষণের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে এই তত্ত্বের অবতারণা করা হয় ।

মার্কসের বক্তব্য হল , যন্ত্রপাতি , কাঁচামাল ও শ্রমের সংমিশ্রণে যে দ্রব্য উৎপাদিত হয় তার সমস্তটাই আসলে শ্রমিকের শ্রমের ফসল । পুঁজিবাদী সমাজে উৎপাদনের উপাদানের মালিক হল পুঁজিপতি শ্রেণি , জীবন ধারণের জন্য তাদের কাছে শ্রমিকরা শ্রম বিক্রি করতে বাধ্য থাকে । 

কিন্তু শ্রমিক সারা দিনের শ্রমে যে সম্পদ সৃষ্টি করে তার মূল্যের মাত্র একটা অংশ সে দৈনিক মজুরি হিসেবে পায় । বাকি অংশটুকু উদ্বৃত্ত মূল্য হিসেবে থেকে যায় । এই উদবৃত্ত মূল্য শ্রমিক পায় না , তা যায় মালিকের কাছে । শ্রমিকের মজুরি উশুল হওয়ার পর এই মূল্য পাওয়া যায় বলে একে উদ্বৃত্ত মূল্য বলে । পুঁজিপতি শ্রেণির মুনাফার উৎস হল উদ্বৃত্ত মূল্য । 

মার্কসীয় তত্ত্ব অনুযায়ী , শ্রমিক তার মজুরির সমান মূল্য সৃষ্টি করার জন্য যেটুকু সময় কাজ করে তাকে আবশ্যিক শ্রম সময় বলে । বাকি উদ্বৃত্ত মূল্যটুকু তৈরি করতে শ্রমিক যতটুকু অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য হয় তাকে উদ্বৃত্ত শ্রম সময় বলে । এভাবে পুঁজিবাদী সমাজে শ্রমিকরা দিনের পর দিন শোষিত হয় । পরে পুঁজিপতিদের এই শোষণের স্বরূপ উপলব্ধি করতে পেরে শ্রমিকরা শ্রেণি সংগ্রাম শুরু করে ।

error: Content is protected !!