আন্তর্জাতিক বিচারালয়ের ক্ষমতা ও কার্যাবলী
Contents
আন্তর্জাতিক বিচারালয়ের ক্ষমতা ও কার্যাবলী
জাতিপুঞ্জের সনদ অনুযায়ী ( ৯২ নং ধারা ) আন্তর্জাতিক বিচারালয় জাতিপুঞ্জের মুখ্য বিচার বিভাগীয় সংস্থা । আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধের মীমাংসা করা এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত বিষয়ের আলোচনার উদ্দেশ্যে এই বিচারালয় প্রতিষ্ঠিত হয়েছে ।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরকারী সব সদস্যরাষ্ট্র আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপ্রার্থী হতে পারে । যেসব রাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য নয় তারাও শর্তসাপেক্ষে আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানের আওতাভুক্ত হতে পারে । তবে কোনো ব্যক্তিগত বিবাদ বিসংবাদের মীমাংসা আন্তর্জাতিক বিচারালয়ে করা যায় না ।
সাধারণত রাষ্ট্রগুলির মধ্যে সংঘটিত কোনো বিরোধকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংকট দেখা দিলে তার সমাধানের জন্য সংশ্লিষ্ট রাষ্ট্র বা রাষ্ট্রগুলি এই বিচারালয়ের দ্বারস্থ হয় ।
আন্তর্জাতিক বিচারালয়ের এক্তিয়ার বা এলাকাকে তিনভাগে ভাগ করা যায় – 1. স্বেচ্ছাধীন এলাকা , 2. আধা আবশ্যিক এলাকা , 3. পরামর্শদানমূলক এলাকা ।
স্বেচ্ছাধীন এলাকা
আন্তর্জাতিক বিচারালয়ে বিবদমান রাষ্ট্রগুলির সম্মতিক্রমে পেশ করা সমস্ত মামলা স্বেচ্ছাধীন এলাকার অন্তর্ভুক্ত বলে গণ্য হয় । অবশ্য বিচারালয়ে এ ধরনের মামলা আনার আগে বিবদমান রাষ্ট্রগুলিকে এই মর্মে অঙ্গীকার করতে হয় যে , তারা বিচারালয়ের সিদ্ধান্ত মেনে চলবে । প্রসঙ্গত বলা যায় , আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্যে আন্তর্জাতিক বিচারালয়ের সিদ্ধান্ত মেনে নিতে কোনো রাষ্ট্রকে বাধ্য করা যায় না ।
আধা আবশ্যিক এলাকা
জাতিপুঞ্জের সদস্যরাষ্ট্রগুলি কিছু বিরোধের ক্ষেত্রে স্বেচ্ছায় আন্তর্জাতিক আদালতের এক্তিয়ারকে আবশ্যিক বলে মেনে নেয় । আপাত অর্থে , আন্তর্জাতিক বিচারালয়ের আধা আবশ্যিক এলাকা ভুক্ত ক্ষমতাকে ঐচ্ছিক মনে হলেও প্রকৃতিগতভাবে তা আবশ্যিক । যেসব বিষয় আন্তর্জাতিক বিচারালয়ের আধা আবশ্যিক এলাকার অন্তর্ভুক্ত , সেগুলি হল –
( 1 ) সনদের অন্তর্ভুক্ত সমস্ত বিষয় ;
( 2 ) সন্ধি বা চুক্তিপত্রের ব্যাখ্যা ;
( 3 ) আন্তর্জাতিক আইন সংক্রান্ত কোনো প্রশ্ন ;
( 4 ) আন্তর্জাতিক বাধ্যবাধকতা ভঙ্গের কোনো বিষয় ;
( 5 ) আন্তর্জাতিক বাধ্যবাধকতা ভঙ্গের ক্ষেত্রে ক্ষতিপুরণের পরিমাণ ও প্রকৃতি নির্ণয় ইত্যাদি ।
পরামর্শদান মূলক এলাকা
আন্তর্জাতিক বিচারালয় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থার পরামর্শদাতা হিসেবেও কাজ করে থাকে । সাধারণ সভা , নিরাপত্তা পরিষদ বা জাতিপুঞ্জের অন্য যে কোনো সংস্থা । আন্তর্জাতিক বিচারালয়ের কাছে প্রয়োজনে পরামর্শ চাইতে পারে । প্রসঙ্গত উল্লেখ্য , আন্তর্জাতিক বিচারালয়ের পরামর্শ গ্রহণ করার ব্যাপারে কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করা যায় না ।
মূল্যায়ন
আন্তর্জাতিক বিচারালয়ের ক্ষমতা অত্যন্ত সীমিত । বিচারালয়ের রায় কার্যকর করার কোনো ক্ষমতা আন্তর্জাতিক আদালতের নেই । তা ছাড়া কোনো সদস্যরাষ্ট্র যদি আন্তর্জাতিক বিচারালয়ের রায় অনান্য করে তাহলে তার বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না ।
অবশ্য বহু সীমাবদ্ধতা সত্ত্বেও একথা বলা যায় যে , আন্তর্জাতিক বিচারালয়ের গুরুত্ব উপেক্ষণীয় নয় । বেলজিয়াম ও নেদারল্যান্ডসের মধ্যে বিরোধ ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে কয়েকটি দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ ইত্যাদি নিষ্পত্তির ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারালয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা