রাষ্ট্র বিজ্ঞান

সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য

সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য

সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ১ নং ধারায় ৪ টি অনুচ্ছেদে জাতিপুঞ্জের যেসব উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে সেগুলি হল— 

( 1 ) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা [ ১ ( ১ ) নং ধারা ] । সম্মিলিত জাতিপুঞ্জের এটি একটি প্রধান উদ্দেশ্য । 

( 2 ) সমানাধিকার এবং আত্মনিয়ন্ত্রণের ভিত্তিতে সব জাতির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন [ ১ ( ২ ) নং ধারা ] । এই উদ্দেশ্য অনুসারে মানুষের সমানাধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিয়ে বিভিন্ন জাতি পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হবে এবং স্থায়ী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে । 

( 3 ) বিশ্বের অর্থনৈতিক , সামাজিক , সাংস্কৃতিক ও মানবিক সমস্যাদি সমাধানের জন্য জাতি ধর্ম ভাষা ও স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলের সমান মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধার মনোভাবকে উৎসাহিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলা [ ১ ( ৩ ) নং ধারা ] । 

( 4 ) উক্ত উদ্দেশ্যপূরণে বিভিন্ন রাষ্ট্রের কার্যকলাপের সমন্বয় ক্ষেত্র হিসেবে কাজ করা [ ১ ( ৪ ) নং ধারা ] । 

এ ছাড়া জাতিপুঞ্জের সনদের ৫৫ নং ধারা এবং ৭৩ নং ধারায় আরও কিছু উদ্দেশ্য লিপিবদ্ধ রয়েছে । সনদের ৫৫ নং ধারায় বলা হয়েছে জাতিপুঞ্জ বিশ্ববাসীর জীবনযাত্রার মানোন্নয়নে এবং আর্থ-সামাজিক প্রগতি বিধানে উদ্যোগ গ্রহণ করবে ।

error: Content is protected !!