নির্বাচন কমিশনারদের চাকরির শর্ত মেয়াদ ও অপসারণের পদ্ধতি
নির্বাচন কমিশনারদের চাকরির শর্ত মেয়াদ ও অপসারণের পদ্ধতি
ভারতীয় সংবিধানের ৩২৪ ( ২ ) নং ধারা অনুযায়ী একজন মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে অথবা একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কয়েকজন নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে ।
নির্বাচন কমিশনের সদস্যদের চাকরির শর্তাবলি ও কার্যকাল সংসদ প্রণীত আইনের মাধ্যমে স্থির হয় ।
মুখ্য নির্বাচন কমিশনারসহ অন্য সদস্যরা সুপ্রিমকোর্টের বিচারপতির সমান বেতন ও ভাতা পান । নির্বাচন কমিশনারদের বেতন , ভাতা ইত্যাদি পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ নয় , তা ভারতের সজ্জিত তহবিল থেকে দেওয়া হয় । নিয়োগের পরে মুখ্য নির্বাচন কমিশনারের চাকরির শর্তাবলি এমনভাবে পরিবর্তন করা যায় না যাতে তাঁর স্বার্থ ক্ষুণ্ন হতে পারে ।
বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের কার্যকাল ৬ বছর । ওই কার্যকাল পূর্ণ হওয়ার আগে ৬৫ বছর বয়স হয়ে গেলে তাঁদের কার্যকাল শেষ হয়ে যায় । কেবলমাত্র সুপ্রিমকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতিতেই মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর পদ থেকে অপসারিত করা যায় । প্রমাণিত অসামর্থ্য ও অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতি তাঁকে পদচ্যুত করতে পারেন ।
তবে পার্লামেন্টের দুই কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থনে তাঁর বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হলে , রাষ্ট্রপতি তাঁকে পদচ্যুত করতে পারেন । অন্য নির্বাচন কমিশনারদের পদচ্যুতির ক্ষেত্রে অবশ্য মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশ আবশ্যিক ।