ভারতে নারীর ভোটাধিকারের পক্ষে যুক্তি
Contents
ভারতে নারীর ভোটাধিকারের পক্ষে যুক্তি
বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার একটি অপরিহার্য নীতি হিসেবে বিবেচিত হলেও বহুদিন ধরে নারীজাতির ভোটাধিকার নিয়ে বিতর্ক চলেছে । তবে , স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন ( ১৯৫২ ) থেকে নারীর ভোটাধিকার কার্যকর হয়েছে । ভারতে নারীর ভোটাধিকারের পক্ষে বিভিন্ন যুক্তি উল্লেখ করা যায়—
ন্যায়সঙ্গত
ভোটাধিকারের ক্ষেত্রে পুরুষদের মতো নারীদেরও সমান অধিকার থাকা প্রয়োজন । ভারত রাষ্ট্রের আইন ও কার্যকলাপ ভারতীয় পুরুষের মতো ভারতীয় নারীদেরও সমানভাবে স্পর্শ করে । তাই যে প্রতিনিধিরা ভারতে সরকারী নীতি নির্ধারণ করেন , তাঁদের নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় নারীদের সমান অধিকার থাকা যথার্থই ন্যায়সঙ্গত ।
শারীরিক অক্ষমতার অজুহাত দুর্বল
শারীরিক অক্ষমতার অজুহাতে নারীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না । কারণ ভোটাধিকার প্রয়োগের জন্য দৈহিক শক্তির প্রয়োজন হয় না । ভারতের নারীরা আজ সবক্ষেত্রেই পুরুষদের সমকক্ষ । আর সর্বোপরি , আজ পর্যন্ত ভারতের সবথেকে ক্ষমতাশালী প্রধানমন্ত্রী একজন নারী — শ্রীমতী ইন্দিরা গান্ধী ।
নারীত্বের অজুহাত অচল
নারীত্বের অজুহাতে ভারতীয় নারীদের ভোটাধিকার না দিলে সমগ্র নাগরিকের অর্ধেক অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে । ফলে যে আইনসভা গঠিত হবে , তাকে প্রকৃত জনপ্রতিনিধি সভা বলা যাবে না ।
নারীস্বার্থ ও সমস্যা সম্পর্কে নারীরা ওয়াকিবহাল
ভারতের মতো দেশে নারীরা বহুবিধ সমস্যার সম্মুখীন হয় । সেখানে নারীর প্রতিনিধিত্বের সুযোগ থাকলে ভারতীয় নারীরা তাদের অভাব অভিযোগ বা আইনসভার দৃষ্টি আকর্ষণে সমর্থ হবে ।
নারীরাও সচেতন
ভোটাধিকার প্রয়োগে ভারতীয় নারীজাতি পুরুষের দ্বারা প্রভাবিত হওয়ার যুক্তি সঠিক নয় । কারণ তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে । ভারতের বিভিন্ন রাজনৈতিক দলে নেত্রীর সংখ্যা যথেষ্ট । ভারতের জাতীয় কংগ্রেস , বহুজন সমাজ পার্টি , এ.আই. এ.ডি.এম.কে. বা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী একজন নারী । এই দৃষ্টান্ত ভারতীয় নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির দৃষ্টান্ত ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা