ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য গুলি কী কী
ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য গুলি কী কী
ভারতের মূল সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যের কোনো উল্লেখ ছিল না । পরবর্তীকালে সংবিধানের ৪২ তম সংশোধনীর ( ১৯৭৬ ) সাহায্যে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় । এজন্য সংবিধানের চতুর্থ অংশের ৫১ নং ধারায় ৫১ ( ক ) উপধারার সংযোজন করে Part TV ( A ) নামে নতুন একটি অধ্যায় সংযোজিত হয় । এই ধারায় ভারতীয় নাগরিকদের জন্য মোট ১০ টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয়েছিল । সম্প্রতি ২০০২ সালে ৮৬ তম সংবিধান সংশোধনের মাধ্যমে ৫১ ( ক ) ধারায় নতুন একটি কর্তবা সংযোজিত হওয়ায় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ টি । কর্তব্যগুলি হল—
1. সংবিধান মেনে চলা ও সংবিধানের আদর্শ , জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ।
2. যেসব মহান আদর্শ জাতীয় স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণারূপে কাজ করেছিল সেগুলিকে যত্নসহকারে রক্ষা এবং অনুসরণ করা ।
3. ভারতের সার্বভৌমত্ব , একতা ও সংহতির প্রতি সমর্থন প্রদর্শন ও সংরক্ষণ করা ।
4. দেশরক্ষা এবং জাতীয় সেবামূলক কাজের আহ্বানে এগিয়ে আসা ।
5. ধর্মগত , ভাষাগত ও অঞ্চলগত বা শ্রেণিগত বিভেদের ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয়দের মধ্যে একতা ও ভ্রাতৃত্ববোধ সম্প্রসারিত করা এবং নারীর মর্যাদাহানিকর প্রথাগুলিকে পরিত্যাগ করা ।
6. ভারতের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য দেওয়া ও সংরক্ষণ করা ।
7. বনভূমি , হ্রদ , নদী , বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করা এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করা ।
8. বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি , মানবিকতাবোধ , অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো ।
9. জাতীয় সম্পত্তি রক্ষা করা এবং হিংসার পথ পরিহার করা ।
10. সবক্ষেত্রে জাতীয় উন্নতির গতি বজায় রাখতে ব্যক্তিগত ও সমষ্টিগত সব কাজে চরম উৎকর্ষ সাধনের জন্য সচেষ্ট হওয়া ।
11. ৬-১৪ বছর বয়সি প্রতিটি বালক বালিকার শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা এবং অভিভাবকের কর্তব্য ।
মৌলিক কর্তব্যগুলির প্রকৃতি বাধ্যতামূলক নয় । জনগণ কোনো মৌলিক কর্তব্য অমান্য করলে রাষ্ট্রের কিছু করার থাকে না , রাষ্ট্র কোনোভাবেই জনগণকে মৌলিক কর্তব্য পালনে বাধ্য করতে পারে না , এমনকি এগুলি অমান্য করা হলে তার বিরুদ্ধে আদালতেও যাওয়া যায় না ।