ইতিহাস

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সংবাদপত্রের অবদান

Contents

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সংবাদপত্রের অবদান

ব্রিটিশের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের (১৯০৫ খ্রি. ১৯ জুলাই) বিরোধিতা করে বিভিন্ন ভাষায় প্রকাশিত দেশীয় ও বিদেশী পত্রপত্রিকা গুলি। বারীন্দ্রকুমার ঘোষের সম্পাদনায় ‘ যুগান্তর ‘ পত্রিকায় লেখা হয় ( ১৯০৬ খ্রি. ২২ এপ্রিল ) — ভারতের ৩০ কোটি লোককে তাদের হাতে তুলে এই (ব্রিটিশ) অত্যাচারের অভিশাপ বন্ধ করতে হবে।

images
সংবাদপত্রের অবদান

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দেশের পত্র পত্রিকা

বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন দেশীয় পত্র পত্রিকাগুলি।

সঞ্জীবনী পত্রিকা :

কৃষ্ণকুমার মিএের সম্পাদনায় ‘ সঞ্জীবনী ’ পত্রিকাতেই সর্বপ্রথম  ‘ বঙ্গের সর্বনাশ ’ নামক শিরোনামে সম্পাদকীয় কলমে কৃষ্ণকুমার বঙ্গভঙ্গের বিরুদ্ধে সরব হন।

বেঙ্গলি পত্রিকা :

কার্জন ঘােষণা করেছিলেন যে , বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা । এর জবাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পাদিত ‘ বেঙ্গলি ‘ পত্রিকায় লেখেন — আমরা স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেব ।

সন্ধ্যা পত্রিকা :

ব্ৰহ্মবান্ধব উপাধ্যায়ের সম্পাদনায় ‘ সন্ধ্যা ’ পত্রিকায় লেখা হয় — “ বাংলায় জাতীয় ঐকে অবসান ঘটাতে সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছে ” ।

বন্দেমাতরম্ পত্রিকা :

অরবিন্দ ঘােষের সম্পাদনায় ‘ বন্দেমাতরম ‘ পত্রিকায় বঙ্গভঙ্গের সিদ্ধান্তে তীব্র সমালােচনা করে লেখা হয় — ১৯০৫ সালের ৭ আগস্ট বাঙালির জীবনে এক নতুন চেতনার জন্ম হয় , বাঙালি যেন দেড় শত বৎসরের ঘুমন্ত অবস্থা থেকে জেগে ওঠে ।

হিতবাদী পত্রিকা :

হিতবাদী ‘ পত্রিকাতে লেখা হয় — “ বিগত দেড়শাে বছরে বাঙালি জাতি এমন দুর্দিনে পড়েনি ” ।

অন্যান্য দেশীয় পত্রপত্রিকা :

অন্যান্য দেশীয় পত্র পত্রিকার মধ্যে ‘ বসুমতি ‘ , ‘ বঙ্গবাসী ’ , ‘ স্বরাজ ’ , ভূপেন্দ্র নাথ দত্তের  ‘ যুগান্তর ’ , মনােরঞ্জন গুহঠাকুরতার ‘ নবশক্তি ’ , বৈকুণ্ঠনাথ সােমের ‘ চারুমিহির ’ , দুর্গামােহন সেনের ‘ বরিশাল হিতৈষী ’ প্রভৃতি বঙ্গভঙ্গের বিরােধিতা করে ।

মুসলিম সাময়িক পত্র :

হােসেন মুজিবর রহমান সম্পাদিত ‘ দ্য মুসলমানস ’ , মীর মােশারফ সম্পাদিত ‘ আজীজুল নেহার ‘ , মহম্মদ রেয়াজউদ্দিন সম্পাদিত ‘ ইসলাম প্রচার ’ প্রভৃতি বঙ্গভঙ্গের বিরােধিতায় হিন্দুদের সঙ্গে গলা মিলিয়েছিল ।

বিদেশি ও দেশীয় ইংরেজি পত্রপত্রিকার প্রতিক্রিয়া :

লন্ডন থেকে প্রকাশিত ‘ ডেলি নিউজ ’ ছাড়া ও ‘ টাইমস ‘ , ‘ পাইওনিয়ার ‘ , ‘ ম্যাঞ্চেস্টার গার্ডিয়ান ’ , ‘ স্টেটসম্যান ‘ , ‘ ইংলিশম্যান ‘ প্রভৃতি ব্রিটিশ পত্রিকাগুলি বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরূপতা প্রকাশ করে । দেশীয় ইংরেজি পত্রিকার মধ্যে রামানন্দ চ্যাটার্জির ‘ মর্ডান রিভিউ ‘ , পৃথ্বীশচন্দ্র রায়ের ‘ ইন্ডিয়ান ওয়ার্ল্ড ‘ , সতীশচন্দ্র মুখার্জীর ‘ ডন ‘ পত্রিকা বঙ্গভঙ্গের বিরুদ্ধে মতপ্রকাশ করে ।

মূল্যায়ন

প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী শাসক লর্ড কার্জন হিন্দু – মুসলিম চিরবিচ্ছেদের যে দুরভিসন্ধি নিয়ে বাংলা ব্যবচ্ছেদ করার পরিকল্পনা করেছিলেন , তার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সাহায্য করেছিল দেশীয় সংবাদপত্রগুলি। সমকালীন সংবাদপত্রগুলির কার্যকারী ভূমিকার জন্যই ব্রিটিশ শাসকগােষ্ঠী বঙ্গভঙ্গের সিদ্ধান্ত রদ করতে বাধ্য হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!