বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সংবাদপত্রের অবদান
Contents
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সংবাদপত্রের অবদান
ব্রিটিশের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের (১৯০৫ খ্রি. ১৯ জুলাই) বিরোধিতা করে বিভিন্ন ভাষায় প্রকাশিত দেশীয় ও বিদেশী পত্রপত্রিকা গুলি। বারীন্দ্রকুমার ঘোষের সম্পাদনায় ‘ যুগান্তর ‘ পত্রিকায় লেখা হয় ( ১৯০৬ খ্রি. ২২ এপ্রিল ) — ভারতের ৩০ কোটি লোককে তাদের হাতে তুলে এই (ব্রিটিশ) অত্যাচারের অভিশাপ বন্ধ করতে হবে।

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দেশের পত্র পত্রিকা
বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন দেশীয় পত্র পত্রিকাগুলি।
সঞ্জীবনী পত্রিকা :
কৃষ্ণকুমার মিএের সম্পাদনায় ‘ সঞ্জীবনী ’ পত্রিকাতেই সর্বপ্রথম ‘ বঙ্গের সর্বনাশ ’ নামক শিরোনামে সম্পাদকীয় কলমে কৃষ্ণকুমার বঙ্গভঙ্গের বিরুদ্ধে সরব হন।
বেঙ্গলি পত্রিকা :
কার্জন ঘােষণা করেছিলেন যে , বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা । এর জবাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পাদিত ‘ বেঙ্গলি ‘ পত্রিকায় লেখেন — আমরা স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেব ।
সন্ধ্যা পত্রিকা :
ব্ৰহ্মবান্ধব উপাধ্যায়ের সম্পাদনায় ‘ সন্ধ্যা ’ পত্রিকায় লেখা হয় — “ বাংলায় জাতীয় ঐকে অবসান ঘটাতে সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছে ” ।
বন্দেমাতরম্ পত্রিকা :
অরবিন্দ ঘােষের সম্পাদনায় ‘ বন্দেমাতরম ‘ পত্রিকায় বঙ্গভঙ্গের সিদ্ধান্তে তীব্র সমালােচনা করে লেখা হয় — ১৯০৫ সালের ৭ আগস্ট বাঙালির জীবনে এক নতুন চেতনার জন্ম হয় , বাঙালি যেন দেড় শত বৎসরের ঘুমন্ত অবস্থা থেকে জেগে ওঠে ।
হিতবাদী পত্রিকা :
‘ হিতবাদী ‘ পত্রিকাতে লেখা হয় — “ বিগত দেড়শাে বছরে বাঙালি জাতি এমন দুর্দিনে পড়েনি ” ।
অন্যান্য দেশীয় পত্রপত্রিকা :
অন্যান্য দেশীয় পত্র পত্রিকার মধ্যে ‘ বসুমতি ‘ , ‘ বঙ্গবাসী ’ , ‘ স্বরাজ ’ , ভূপেন্দ্র নাথ দত্তের ‘ যুগান্তর ’ , মনােরঞ্জন গুহঠাকুরতার ‘ নবশক্তি ’ , বৈকুণ্ঠনাথ সােমের ‘ চারুমিহির ’ , দুর্গামােহন সেনের ‘ বরিশাল হিতৈষী ’ প্রভৃতি বঙ্গভঙ্গের বিরােধিতা করে ।
মুসলিম সাময়িক পত্র :
হােসেন মুজিবর রহমান সম্পাদিত ‘ দ্য মুসলমানস ’ , মীর মােশারফ সম্পাদিত ‘ আজীজুল নেহার ‘ , মহম্মদ রেয়াজউদ্দিন সম্পাদিত ‘ ইসলাম প্রচার ’ প্রভৃতি বঙ্গভঙ্গের বিরােধিতায় হিন্দুদের সঙ্গে গলা মিলিয়েছিল ।
বিদেশি ও দেশীয় ইংরেজি পত্রপত্রিকার প্রতিক্রিয়া :
লন্ডন থেকে প্রকাশিত ‘ ডেলি নিউজ ’ ছাড়া ও ‘ টাইমস ‘ , ‘ পাইওনিয়ার ‘ , ‘ ম্যাঞ্চেস্টার গার্ডিয়ান ’ , ‘ স্টেটসম্যান ‘ , ‘ ইংলিশম্যান ‘ প্রভৃতি ব্রিটিশ পত্রিকাগুলি বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরূপতা প্রকাশ করে । দেশীয় ইংরেজি পত্রিকার মধ্যে রামানন্দ চ্যাটার্জির ‘ মর্ডান রিভিউ ‘ , পৃথ্বীশচন্দ্র রায়ের ‘ ইন্ডিয়ান ওয়ার্ল্ড ‘ , সতীশচন্দ্র মুখার্জীর ‘ ডন ‘ পত্রিকা বঙ্গভঙ্গের বিরুদ্ধে মতপ্রকাশ করে ।
মূল্যায়ন
প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী শাসক লর্ড কার্জন হিন্দু – মুসলিম চিরবিচ্ছেদের যে দুরভিসন্ধি নিয়ে বাংলা ব্যবচ্ছেদ করার পরিকল্পনা করেছিলেন , তার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সাহায্য করেছিল দেশীয় সংবাদপত্রগুলি। সমকালীন সংবাদপত্রগুলির কার্যকারী ভূমিকার জন্যই ব্রিটিশ শাসকগােষ্ঠী বঙ্গভঙ্গের সিদ্ধান্ত রদ করতে বাধ্য হয়েছিল।