আইন সমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার 

আইন সমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার 

আইন সমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার দ্বারা বোঝায় যে , সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমভাবে প্রযুক্ত হবে । ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকাররূপে সংরক্ষিত সাম্যের অধিকারের ১৪ নং ধারার দ্বিতীয় অংশে এই অধিকারটি বর্ণিত হয়েছে । 

এর ব্যাখ্যা দিতে গিয়ে সুপ্রিমকোর্ট চিরঞ্জিতলাল চৌধুরী বনাম ভারত সরকার ও অন্যান্য ( ১৯৫০ ) মামলার এক রায়ে ঘোষণা করে যে , equal protection means equal protection under equal circumstances ” আইন সমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার বলতে বোঝায় সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমভাবে প্রযুক্ত হবে । মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধন থেকে এই অধিকারটি গৃহীত হয়েছে । 

এই অধিকারের অর্থ হল লোকের অবস্থা বা প্রকৃতির বিভিন্নতা বিচার করে প্রত্যেক আইনকে সব ব্যক্তির ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করতে হবে । অবশ্য রাষ্ট্র যুক্তিযুক্ত ভাবে বিভিন্ন ব্যক্তিকে শ্রেণিবিভক্ত করতে পারে এবং পৃথক পৃথক শ্রেণির জন্য রাষ্ট্র পৃথক আইন প্রণয়ন করতে পারে । 

উদাহরণ স্বরূপ বলা যায় যে প্রত্যেকে সমানভাবে কর প্রদান করবে এরূপ নয় । আয়কর নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগণকে আয়ের পরিমাণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করে বিভিন্ন হারে আয়কর ধার্য করা হয় । তবে শ্রেণিবিভাগের যুক্তি সংগত মাপকাঠি সম্পর্কে বিভিন্ন মামলায় সুপ্রিমকোর্ট যে রায় দিয়েছে তাতে বলা যায় শ্রেণিবিভাগের ভিত্তি যথাযথ ও সুস্পষ্ট হওয়া প্রয়োজন ।

error: Content is protected !!