আইনের দৃষ্টিতে সমতা কী

আইনের দৃষ্টিতে সমতা কী

ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকাররূপে সংরক্ষিত সাম্যের অধিকারের ১৪ নং ধারার প্রথম অংশে আইনের দৃষ্টিতে সমতার অধিকারটি বর্ণিত হয়েছে । ‘ আইনের দৃষ্টিতে সমতা’র অর্থ হল সব নাগরিক আইনের চোখে সমান । 

এই ধারণা অধ্যাপক এ. ভি. ডাইসিরআইনের অনুশাসন ‘ তত্ত্বের দ্বিতীয় নীতির অনুসরণে গৃহীত হয়েছে । ডাইসির বক্তব্য অনুযায়ী আইনের দৃষ্টিতে সমতার অর্থ হল ক্ষমতা , পদমর্যাদা ও অবস্থা নির্বিশেষে কোনো ব্যক্তি দেশের আইনের ঊর্ধ্বে নয় । প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক পর্যন্ত দেশের প্রত্যেক ব্যক্তি সাধারণ আইনের নিয়ন্ত্রণাধীন এবং সাধারণ আদালতের এক্তিয়ারভুক্ত । রাষ্ট্রের কাছে কেউ বিশেষ সুযোগ সুবিধা পেতে পারে না । 

ব্যতিক্রম 

ভারতীয় সংবিধানে ‘ আইনের দৃষ্টিতে সমতা ‘ নীতির কয়েকটি উল্লেখযোগ্য ব্যতিক্রম রয়েছে । যেমন 一

1. সাধারণ নাগরিকের তুলনায় পুলিশ কর্মচারীরা ব্যাপক ক্ষমতা ভোগ করে থাকে । 

2. সংবিধানের ৩৬ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী বা রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না । এমনকি তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা চালাতে হলে বিশেষ পদ্ধতি গ্রহণ করতে হয় । 

3. সংসদ এবং রাজ্য আইনসভার সদস্যরা বেশ কিছু বিশেষ অধিকার ভোগ করেন । 

4. আন্তর্জাতিক আইন অনুযায়ী বিদেশি শাসক ও রাষ্ট্রদূত বা দূতাবাসের পদাধিকারীদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হয় না । ভারতীয় আদালতে এদের অভিযুক্ত করা যায় না ।

5. যুদ্ধকালীন পরিস্থিতির সময় শত্রুপক্ষের ব্যক্তিরা ভারতীয় আদালতে কোনো মামলা দায়ের করতে পারেন না । এমনকি তারা অন্য বন্দিদের মতো সুযোগসুবিধাও দাবি করতে পারেন না । 

error: Content is protected !!