রাষ্ট্র বিজ্ঞান

মানবাধিকার কাকে বলে

মানবাধিকার কাকে বলে

মানবাধিকার হল এমন এক অধিকার যা জন্মসূত্রে সব মানুষের সমানাধিকার ও সমমর্যাদার নীতি ঘোষণা করে । আবার জাতিপুঞ্জের সনদের ভাষা অনুযায়ী , মানবাধিকার হল সেই সমস্ত অধিকার যা জাতি , ধর্ম , বর্ণ , জন্মস্থান ও সামাজিক অবস্থান নির্বিশেষে প্রতিটি ব্যক্তিকে আত্মমর্যাদার সঙ্গে জীবনধারণের অধিকার ও স্বাধীনভাবে বাঁচার অধিকার প্রদান করে । 

মানবাধিকার এর বৈশিষ্ট্য

এই আলোচনার পরিপ্রেক্ষিতে মানবাধিকারের যে সমস্ত বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় সেগুলি হল— 

1. মানবাধিকার মানুষের জন্মগত ও সহজাত অধিকার ; 

2. মানবাধিকারের মাধ্যমেই মানুষ নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে পারে ; 

3. মানবাধিকার একটি বিশ্বজনীন অধিকার ; 

4. মানবাধিকারের আদর্শ ব্যক্তির কল্যাণ নয় , সমষ্টির কল্যাণ ;

5. সদাজাগ্রত জনমত মানবাধিকারের শ্রেষ্ঠ রক্ষাকবচ ; 

6. নৈতিক মূল্যবোধ মানবাধিকারের মূল ভিত্তি ;

7. মানবাধিকারের কোনো আইনগত ভিত্তি নেই । 

error: Content is protected !!