রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য
Contents
রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য
সাধারণভাবে কর্তব্য বলতে কয়েকটি নির্দিষ্ট দায়িত্ব পালনকে বোঝায় । অধিকারের মতো কর্তব্যও একটি সামাজিক ধারণা । অধিকার ভোগের শর্ত হল কর্তব্য পালন । নাগরিক কর্তব্যকে দুটি ভাগে ভাগ করা যায় । একটি হল নৈতিক কর্তব্য এবং অন্যটি হল আইনগত কর্তব্য ।
নৈতিক কর্তব্যের সঙ্গে নীতিবোধ জড়িত থাকে । যেমন — শিক্ষক মহাশয়দের সম্মান করা ইত্যাদি । নৈতিক কর্তব্যে অবহেলা করলে রাষ্ট্রের কিছু করার থাকে না । অন্যদিকে আইনগত কর্তব্যের সঙ্গে আইনের অনুমোদন জড়িয়ে থাকে । যেমন — রাষ্ট্রের আইন মান্য করা ইত্যাদি । তাই আইনগত কর্তব্যে অবহেলা করলে রাষ্ট্রের শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে ।
রাষ্ট্রের প্রতি নাগরিকদের যেসব কর্তব্য উল্লেখযোগ্য সেগুলি হল—
আনুগত্য
রাষ্ট্রীয় আদর্শ অনুসরণ , রাষ্ট্রীয় আইনকানুন মেনে চলা , রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ব্রতী থাকা , রাষ্ট্র প্রাধান্যকে মেনে নেওয়া , রাষ্ট্রীয় কাজকর্মে সর্বতোভাবে সহযোগিতা করা ইত্যাদি কর্তব্য পালনে আনুগত্য প্রদর্শিত হয় ।
আইনের প্রতি মান্যতা
আইন অমান্য করলে অরাজকতার আশঙ্কা দেখা দেয় যা কখনোই রাষ্ট্রীয় জীবনে কাম্য নয় । এজন্য প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় আইন সুষ্ঠুভাবে মেনে চলা উচিত । তবে রাষ্ট্রীয় আইন জনকল্যাণ বিরোধী হলে তা প্রতিরোধ করা নাগরিকদের কর্তব্য বলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রায় দিয়েছেন ।
কর প্রদান
এটি আইনগত কর্তব্যের পর্যায়ে পড়ে । কর আদায় না হলে রাষ্ট্রের উন্নয়নের কাজকর্ম ব্যাহত হয় । এই কারণে কর দেওয়া প্রতিটি নাগরিকের অবশ্য পালনীয় কর্তব্য ।
ভোটাধিকারের যথাযথ প্রয়োগ
গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার । তাই , নাগরিকের কর্তব্য হল নিজের বিচারবুদ্ধি অনুসারে সৎভাবে ভোটাধিকার প্রয়োগ করা । তবে এক্ষেত্রে রাষ্ট্রেরও কিছু করণীয় আছে । রাষ্ট্র যদি সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের যোগ্য পরিবেশ গড়ে তুলতে না পারে তাহলে নাগরিকদের পক্ষে এই কর্তব্য যথাযথভাবে পালন করা সম্ভব নয় ।
অন্যান্য কর্তব্য
নাগরিকদের রাষ্ট্রের প্রতি আরও কিছু কর্তব্য রয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য হল উন্নত সমাজ গঠনে সচেষ্ট হওয়া , জনস্বাস্থ্য বজায় রাখা , প্রয়োজনে রাষ্ট্রের আহ্বানে দেশসেবার যে কোনো কাজে আত্মনিয়োগ করা ইত্যাদি ।