রাষ্ট্র বিজ্ঞান

নাগরিকত্ব বিলোপের কারণ 

Contents

নাগরিকত্ব বিলোপের কারণ 

ব্যক্তির রাষ্ট্রীয় পরিচয়রূপে যে নাগরিকত্ব অর্জিত হয় তা আবার বিশেষ কয়েকটি কারণের জন্য বিলুপ্ত হতে পারে । নাগরিকত্ব বিলোপের কারণগুলি পৃথিবীর সব দেশে সমান নয় । সাধারণভাবে যে সমস্ত কারণের জন্য নাগরিকত্বের বিলুপ্তি ঘটে সেগুলি হল— 

অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ 

কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজের দেশের নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার নিজ রাষ্ট্রের নাগরিকত্বের স্বাভাবিক বিলুপ্তি ঘটে । 

বিবাহ

কোনো মহিলা বিদেশিকে বিয়ে করলে স্বামীর দেশের নাগরিকত্ব লাভ করেন , সেক্ষেত্রে তাঁর নিজের দেশের নাগরিকত্বের বিলোপ ঘটে । ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে বিয়ে করার দরুন সোনিয়া গান্ধি ভারতীয় নাগরিকত্ব লাভ করেন , সেই সঙ্গে তাঁর নিজের দেশের অর্থাৎ ইতালির নাগরিকত্বের বিলোপ ঘটে । প্রসঙ্গত উল্লেখ্য যে , জাপানি আইন অনুযায়ী কোনো বিদেশি পুরুষ কোনো জাপানি মহিলাকে বিয়ে করলে তিনি জাপানের নাগরিকত্ব লাভ করতে পারবেন । যেমন — বিপ্লবী রাসবিহারী বসু জাপানি মহিলাকে বিবাহ করে জাপানের নাগরিকত্ব লাভ করেছিলেন । 

বিদেশে চাকরি গ্রহণ 

নিজের রাষ্ট্রের বিনা অনুমতিতে কোনো বিদেশি রাষ্ট্রের সরকারি চাকরি গ্রহণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির নিজের রাষ্ট্রের নাগরিকত্বের বিলোপ ঘটে । 

দীর্ঘ অনুপস্থিতি 

কোনো নাগরিক নিজের রাষ্ট্রে দীর্ঘকাল অনুপস্থিত থাকলে তাঁর নাগরিকত্ব হারাতে পারেন । 

দেশদ্রোহিতা 

গুরুতর দেশদ্রোহিতার অপরাধে নাগরিকত্বের অবসান ঘটতে পারে । 

সম্পত্তি ক্রয় 

বিদেশে স্থায়ী সম্পত্তি ক্রয় করলে নাগরিকত্বের বিলোপ ঘটে । 

শত্রুপক্ষে যোগদান 

যুদ্ধের সময় কোনো নাগরিক শত্রুপক্ষে যোগদান করলে তার নাগরিকত্বের বিলুপ্তি ঘটে ।

বিদেশি উপাধি গ্রহণ 

নিজের দেশের বিনা অনুমতিতে বিদেশি রাষ্ট্রের দেওয়া সরকারি উপাধি বা সম্মান গ্রহণ করলে নাগরিকত্বের অবসান ঘটে । 

বহিষ্কার 

গুরুতর অপরাধে স্বদেশ থেকে বহিষ্কৃত ব্যক্তি নিজ রাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন ।

error: Content is protected !!