রাষ্ট্র বিজ্ঞান

নাগরিক ও বিদেশিদের মধ্যে সাদৃশ্য 

Contents

নাগরিক ও বিদেশিদের মধ্যে সাদৃশ্য 

আধুনিক রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের মূলত দুটি ভাগে ভাগ করা হয়— [ 1 ] নাগরিক এবং [ 2 ] বিদেশি । 

কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকে নাগরিক বলা হয় । অন্যদিকে কোনো ব্যক্তি যখন বিশেষ কোনো কাজের জন্য নিজের রাষ্ট্র ছেড়ে বাইরের কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করেন তখন সেই রাষ্ট্রের কাছে তিনি ‘ বিদেশি ‘ হিসেবে পরিগণিত হন । 

নাগরিক ও বিদেশির মধ্যে যেসব ক্ষেত্রে সাদৃশ্য দেখা যায় সেগুলি হল —

আইনগত আনুগত্য প্রদর্শন 

নাগরিক ও বিদেশি উভয়কেই , তারা যে রাষ্ট্রে বসবাস করে সেই রাষ্ট্রের আইনকানুন মেনে চলতে হয় । রাষ্ট্রীয় আইন অমান্য করলে একজন নাগরিকের মতো একজন বিদেশিকেও শাস্তি পেতে হয় ।

অধিকার ভোগ 

নাগরিক ও বিদেশি উভয়েই সমানভাবে সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকার ভোগ করে থাকে । জীবনের অধিকার , ধর্মীয় স্বাধীনতার অধিকার , ব্যক্তিগত সম্পত্তির অধিকার ইত্যাদি ক্ষেত্রে উভয়ের মধ্যে কোনোরকম ফারাক করা হয় না । 

কর প্রদান 

কর প্রদানের ক্ষেত্রেও নাগরিক ও বিদেশির মধ্যে সাদৃশ্য রয়েছে । বাজার থেকে কোনো জিনিস কিনলে একজন নাগরিকের মতো একজন বিদেশিকেও পরোক্ষ কর দিতে হয় । 

error: Content is protected !!