জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পার্থক্য
Contents
জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পার্থক্য
জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণা । জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে । পার্থক্যগুলি হল—
উৎপত্তিগত পার্থক্য
বহুকাল আগে মধ্যযুগে ইউরোপের নবজাগরণ ও সংস্কার আন্দোলনের ফলে জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে । পরে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় জাতীয়তাবাদের ধারণা পূর্ণতা লাভ করে ।
অন্যদিকে , আন্তর্জাতিকতাবাদের উৎপত্তি অপেক্ষাকৃত আধুনিক কালের ঘটনা । মূলত ১৯৩৯ সালে সংঘটিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতির পর থেকে আন্তর্জাতিকতাবাদের জন্ম হয় ।
সংজ্ঞাগত পার্থক্য
কোনো জনসমাজের মধ্যে বংশ , ধর্ম , ভাষা , সাহিত্য , সংস্কৃতি প্রভৃতি নানা বিষয়ে যখন গভীর একাত্মবোধের সৃষ্টি হয় তখন জন্ম নেয় জাতীয়তাবোধ । এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে
জাতীয়তাবাদ সৃষ্টি হয় ।
অন্যদিকে , আন্তর্জাতিকতাবাদ হল এমন এক বিশেষ মানসিক অনুভূতি যা এক বিশ্ব , এক রাষ্ট্র গঠনে বিশ্বাসী ।
আদর্শগত পার্থক্য
জাতীয়তাবাদ জাতীয় রাষ্ট্র গঠনের আদর্শকে সামনে রেখে কাজ করে ।
অন্যদিকে আন্তর্জাতিকতাবাদ বিশ্ব রাষ্ট্র গঠনের মাধ্যমে এক বিশ্বসমাজ গড়ে তুলতে চায় ।
ধারণাগত পার্থক্য
জাতীয়তাবাদ নিজের জাতি সম্পর্কে এক শ্রেষ্ঠত্বের ধারণা প্রচার করে জাতিগত স্বাতন্ত্র্য গড়ে তোলে ।
অন্যদিকে , আন্তর্জাতিকতাবাদ জাতিগত স্বাতন্ত্র্যের অবসান ঘটিয়ে বিশ্বশান্তি ও বিশ্বভ্রাতৃত্বের এক আদর্শ বিশ্বসমাজ ও বিশ্বমানব সভ্যতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে ।
ভিত্তিগত পার্থক্য
পরিশেষে বলা যায় , জাতীয়তাবাদের মূলভিত্তি হল স্বদেশপ্রীতি , অন্যদিকে আন্তর্জাতিকবাদের মূলভিত্তি হল বিশ্বপ্রীতি ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা