বিকৃত জাতীয়তাবাদ কাকে বলে

বিকৃত জাতীয়তাবাদ কাকে বলে

আদর্শ বা প্রকৃত জাতীয়তাবাদ কখনো কখনো আদর্শ ভ্রষ্ট হয়ে সংকীর্ণ স্বাদেশিকতায় পরিণত হয় এবং এক উগ্র রূপ ধারণ করে তখন তাকে বিকৃত জাতীয়তাবাদ বা আগ্রাসী জাতীয়তাবাদ বলে । 

এই বিকৃত জাতীয়তাবাদ নিজের সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব পোষণ করে । এই বিকৃত জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয় । 

error: Content is protected !!