আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে
আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে
জাতীয়তাবাদ হল এক মহান আদর্শ । এই আদর্শ বিভিন্ন জাতিকে নিজেদের স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করে । মানুষের মধ্যে ঐক্যবোধ ও দেশপ্রেমের সঞ্চার করে এবং আত্মত্যাগের প্রেরণা জোগায় ।
আদর্শ জাতীয়তাবাদ নিজস্ব গুণাবলির বিকাশের মধ্য দিয়ে যেমন নিজেদের উন্নত করে , তেমনি অপরকেও উন্নত হতে সাহায্য করে । আদর্শ জাতীয়তাবাদের মূল কথা ‘ নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও ‘ । আদর্শ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপূরক ।
- অ্যানথ্রাসাইট কয়লা
- x2 = x এই সমীকরণটির সমাধান সংখ্যা কত
- A , B , C তিন বন্ধু যথাক্রমে X , ২X , Y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করল , মেয়াদান্তে Z টাকা লাভ হলে , A এর লভ্যাংশ কত
- Chandrayaan 3 Essay
- চন্দ্রযান ৩ রচনা