রাষ্ট্র বিজ্ঞান

জাতীয়তাবাদ বলতে কী বোঝায়

জাতীয়তাবাদ বলতে কী বোঝায়

জাতীয়তাবাদ একটি অনুভূতি বিশেষ , এটি একটি ভাবগত বা মানসিক ধারণা । কোনো জনসমাজের মধ্যে বংশ , ধর্ম , ভাষা , সাহিত্য , সংস্কৃতি প্রভৃতি নানা কারণে যখন গভীর একাত্মবোধের সৃষ্টি হয় এবং এই একাত্মবোধের জন্য জনসমাজের প্রত্যেকে যখন নিজেকে সুখ-দুঃখ , ন্যায়-অন্যায় , মান-অপমানের সমান অংশীদার বলে মনে করে তখন জাতীয়তাবোধের জন্ম হয় । এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে জাতীয়তাবাদের সৃষ্টি করে । জাতীয়তাবাদের সৃষ্টিতে একাত্মবোধ এবং অন্যান্য জনসমাজ থেকে স্বতন্ত্রবোধ — এই দুই মানসিকতা কাজ করে । 

বার্ট্রান্ড রাসেলের মতে , জাতীয়তাবাদ হল এক সাদৃশ্য ও ঐক্যের অনুভূতি যা পরস্পরকে ভালোবাসতে শেখায় । রাষ্ট্রবিজ্ঞানীদের মতে , জাতীয়তাবাদের উৎস মানুষের অন্তর্গত প্রবৃত্তির মধ্যে নিহিত রয়েছে । অধ্যাপক হ্যারল্ড ল্যাম্বি জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন । একটি হল মানুষের আসঙ্গ লিপ্সা এবং অন্যটি হল স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা । 

জাতীয়তাবাদ জনসমাজের মধ্যে এমন এক গভীর স্বাতন্ত্র্যবোধের জন্ম দেয় যা স্বাধীন রাষ্ট্র গঠনের মাধ্যমে পূর্ণতা লাভ করে । কাজেই জাতীয়তাবাদ জাতির রাজনৈতিক আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে মূর্ত হয়ে ওঠে । বস্তুতপক্ষে , জাতীয়তাবাদ এমন এক অদম্য শক্তি যা কোনো জনসমষ্টিকে একটি স্বাধীন রাষ্ট্রের অধীনে সম্মিলিতভাবে বসবাস করার প্রেরণা জোগায় । 

error: Content is protected !!