জাতীয় জনসমাজ কাকে বলে 

জাতীয় জনসমাজ কাকে বলে 

জনসমাজ ( People ) এবং জাতির ( Nation ) মধ্যবর্তী পর্যায় হল জাতীয় জনসমাজ ( Nationality ) । কোনো জনসমষ্টির মধ্যে গভীর স্বাতন্ত্র্যবোধ দেখা দিলে জাতীয় জনসমাজের উদ্ভব ঘটে । অর্থাৎ , ঐক্যবদ্ধ একটি জনগোষ্ঠী যখন অন্যান্য জনগোষ্ঠী থেকে নিজেদের সম্পূর্ণ স্বতন্ত্র মনে করে তখন জাতীয় জনসমাজ গঠিত হয় । 

লর্ড ব্রাইসের মতে , জাতীয় জনসমাজ বলতে এমন এক জনসমাজকে বোঝায় যারা শতাব্দীব্যাপী ভাষা , সাহিত্য , ধ্যানধারণা , রীতিনীতি ও ঐতিহ্যের বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ এবং যারা অনুরূপভাবে আবদ্ধ অন্য কোনো জনসমাজ থেকে নিজেদের স্বতন্ত্র বলে মনে করে থাকে । অবশ্য জাতীয় জনসমাজ শুধুমাত্র ঐক্যবদ্ধ ও স্বাতন্ত্র্যবোধ সম্পন্ন হলেই চলে না । জাতীয় জনসমাজের মধ্যে এক গভীর রাজনৈতিক চেতনাও থাকা দরকার । 

জন স্টুয়ার্ট মিল রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে জাতীয় জনসমাজ আখ্যা দিয়েছেন । বস্তুতপক্ষে , রাজনৈতিক চেতনা একটি জাতীয় জনসমাজকে অন্যদের থেকে স্বতন্ত্র বলে ভাবতে সাহায্য করে । 

কোকার মনে করেন , জাতীয় জনসমাজ হল প্রধানত অতীত ইতিহাসের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ফল । 

সংক্ষেপে , জাতীয় জনসমাজ হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী রাজনৈতিক চেতনা সম্পন্ন এমন একটি জনসমষ্টি যাদের মধ্যে ভাষা-ধর্ম-বংশ-কৃষ্টি-ঐতিহ্যগত ক্ষেত্রে ঐক্য লক্ষ করা যায় ।

error: Content is protected !!