রাষ্ট্র বিজ্ঞান

জনসমাজ কাকে বলে

জনসমাজ কাকে বলে

জনসমাজ ( People ) বলতে সাধারণভাবে সমজাতীয় জীবনযাত্রায় অভ্যস্ত জনগোষ্ঠীকে বোঝায় । জনসমাজের মধ্যেই সংঘবদ্ধ সমাজ জীবনের বৈশিষ্ট্যগুলির প্রথম আত্মপ্রকাশ ঘটে । 

রাষ্ট্রবিজ্ঞানী বার্জেসের মতে , যে জনসমষ্টি একই ভূখণ্ডে বাস করে , যাদের ভাষা-সাহিত্য-ইতিহাস-আচার-আচরণ একই রকম এবং যাদের অধিকারবোধ ও অভাব-অভিযোগের মধ্যে একটি ঐক্যের সন্ধান পাওয়া যায় , তাদের জনসমাজ নামে অভিহিত করা যেতে পারে । অনেকে আবার ভিন্নধর্মী মতামতও প্রকাশ করেছেন । 

ম্যাকেঞ্চির মতে , একই ভূখণ্ডে বসবাস না করলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যদি পরম্পরাগত ও ভাবগত ঐক্য থাকে তাহলেও জনসমাজ গঠিত হতে পারে । 

অন্যদিকে ম্যাৎসিনি , লীকক , লর্ড বায়রন প্রমুখ চিন্তাবিদ জনসমাজ গঠনের জন্য উদ্ভব বা উৎসগত ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন । 

সংক্ষেপে , জনসমাজ হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি , যাদের মধ্যে ভাষা-সাহিত্য-ইতিহাস-আচার-আচরণ এবং উদ্ভবগত অভিন্নতা লক্ষ করা যায় । 

error: Content is protected !!