অন্তর্বৃত্ত কাকে বলে

অন্তর্বৃত্ত কাকে বলে

ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে ত্রিভুজের অন্তরে যে বৃত্ত অঙ্কন করা যায় , তাকে ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত ( In circle ) বলে । 

Screenshot 20220627 154506

চিত্রে : A কেন্দ্রীয় বৃত্তটি △PQR এর প্রতিটি বাহুকে স্পর্শ করেছে । তাই এই বৃত্তটি হল △PQR এর অন্তর্বৃত্ত । 

বৃত্তের কেন্দ্র A- কে বলা হয় △PQR এর অন্তঃকেন্দ্র । 

এককেন্দ্রীয় বৃত্ত কাকে বলে

একটি বিন্দুকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট যে দুই বা দুইয়ের অধিক বৃত্ত অঙ্কন করা যায় , সেই বৃত্তগুলিকে এককেন্দ্রীয় বৃত্ত বলে ।

Screenshot 20220627 154506 1

বিন্দু বৃত্ত কাকে বলে

যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য শূন্য , তাকে বিন্দু বৃত্ত ( Point circle ) বলে । 

error: Content is protected !!