বর্গক্ষেত্র ও রম্বসের পার্থক্য

বর্গক্ষেত্র ও রম্বসের পার্থক্য

বর্গক্ষেত্ররম্বসের মধ্যে পার্থক্য গুলি হল一

বর্গক্ষেত্র :

( i ) চারটি কোণ সমকোণ । 

( ii ) কর্ণদ্বয় পরস্পর সমান । 

( iii ) প্রতিসম অক্ষ চারটি । ( দুটি কর্ণ ও বাহুগুলি দুটি লম্ব সমদ্বিখণ্ডক ) 

রম্বস :

( i ) কোণগুলি সমকোণ হতেও পারে , নাও হতে পারে । 

( ii ) কর্ণ দুটি সমান হতেও পারে , নাও হতে পারে । 

( iii ) প্রতিসম অক্ষ দুটি । ( দুটি কর্ণ )

error: Content is protected !!