কাইট কাকে বলে
কাইট কাকে বলে
যে চতুর্ভুজের বিপরীত দুইজোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান , তাকে কাইট ( Kite ) বলে ।

চিত্রে , ABCD চতুর্ভুজের AB = AD এবং BC = CD সুতরাং , ABCD হল কাইট ।
কাইটের বৈশিষ্ট্য
( i ) পরস্পরের বিপরীতে অবস্থিত দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান ।
( ii ) কর্ণ দুটি পরস্পর লম্বভাবে ছেদ করে । ( চিত্রে , AC ⊥ BD )