রম্বস কাকে বলে
রম্বস কাকে বলে
যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে রম্বস ( Rhombus ) বলে ।

চিত্রে , ABCD চতুর্ভুজের AB = BC = CD = DA , সুতরাং , ABCD একটি রম্বস ।
রম্বসের বৈশিষ্ট্য
( i ) চারটি বাহুর দৈর্ঘ্য সমান ।
( ii ) বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল ।
( iii ) বিপরীত কোণগুলি সমান ।
( iv ) কর্ণদুটি পরস্পর পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে । ( চিত্রে , AC ⊥ BC , AO = OC এবং BO = OD )
( v ) প্রতিটি কর্ণ রম্বসকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে । ( চিত্রে △ABC ≌ △CDA এবং △ABD ≌ △CDB )
বিশেষ লক্ষ্যণীয় : সামান্তরিকের প্রতিটি বৈশিষ্ট্য রম্বসের মধ্যে লক্ষ করা যায় , তাই রম্বসকে বিশেষ ধরনের সামান্তরিক বলা হয় ।