স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে
স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে
যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা 90° -এর বেশি , তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে ।

চিত্রে , ABC ত্রিভুজের ∠BAC- এর মান 90° -এর বেশি ।
তাই , ABC হল স্থূলকোণী ত্রিভুজ ।
স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য
( i ) স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ ।
( ii ) স্থূলকোণ ছাড়া অপর দুটি কোণ সূক্ষ্মকোণ ।
( iii ) স্থূলকোণী ত্রিভুজ কখনোই সমবাহু ত্রিভুজ হতে পারে না ।