গণিত

সমবাহু ত্রিভুজ কাকে বলে

সমবাহু ত্রিভুজ কাকে বলে

যে ত্রিভুজের তিনটি বাহু সমান , তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় । 

Triangle.Equilateral.svg

চিত্রে △ABC- এর AB = BC = CA 

তাই , ABC হল সমবাহু ত্রিভুজ । 

সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য

( i ) এর প্রতিটি বাহু সমান । 

( ii ) প্রতিটি কোণ সমান । 

( iii ) প্রতিটি কোণের মান 60° ।

( iv ) তিনটি মধ্যমার দৈর্ঘ্য সমান । 

( v ) প্রতিটি কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুর ওপর লম্ব । 

( vi ) প্রতিটি মধ্যমা শীর্ষবিন্দুগুলিকে সমদ্বিখণ্ডক করে । 

( vii ) এই ত্রিভুজের পরিকেন্দ্র , অন্তঃকেন্দ্র , ভরকেন্দ্র ও লম্ববিন্দু চারটি একই বিন্দু । 

( viii ) সমবাহু ত্রিভুজের মধ্যমা ও উচ্চতা একই রেখাংশ । 

error: Content is protected !!